সাবেক বিচারপতি
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সিলেটে মামলা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সিলেটে একটি মামলা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
আরও পড়ুন: রংপুরে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৪৫১ জনের নামে মামলা
এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি।
পরদিন শনিবার বিকাল ৪টার দিকে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে তোলার সময় উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে মানিককে হেনস্তা করে। এসময় বিচারপতি মানিক স্পর্শকাতর অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। একই অভিযোগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।
আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
যাত্রাবাড়ীতে টিসিবির পণ্যবিক্রেতার মৃত্যু: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৩ মাস আগে
সাবেক বিচারপতি মানিক কারাগারে, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।
আরও পড়ুন: বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ কারাগারে
৫৪ ধারায় আটক দেখিয়ে মানিককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক জামসেদ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করে জনতা। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান।
পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। ৪টা ২০ মিনিটে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিককে আটক করে বিজিবি।
মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়।
আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক মন্ত্রী রমেশ কারাগারে
৩ মাস আগে
সাবেক বিচারপতি হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমান আর নেই
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমান মারা গেছেন।
বুধবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: বিশিষ্ট উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান আর নেই
তিনি তিন মেয়ে, জামাই, নাতি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা যায়, গত ৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে আসরের নামাজের পর আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহজাহান খান আর নেই
ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
১ বছর আগে
সাবেক বিচারপতি মানিকের ওপর হামলা: ৫০ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপির অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতির বন্দুকধারী রক্ষী রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
ওসি বলেন, সাবেক বিচারপতি মানিক, তার গাড়ি চালক, বন্দুকধারী রক্ষীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলাটি করা হয়।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
মামলায় বলা হয়েছে, বুধবার বিকালে নয়াপল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়।
টেলিভিশন টকশোতে যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়েন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মতিঝিল) এনামুল হক মিঠু বলেন, বিকাল সোয়া ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পাশে নয়াপল্টন এলাকা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নাগরিক ফোরাম সম্প্রীতি বাংলাদেশ বুধবার এক যৌথ বিবৃতিতে সাবেক বিচারপতির ওপর হামলার নিন্দা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘট উপেক্ষা, রংপুরে বিএনপির সমাবেশ শুরু
রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ: জড়ো হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী
২ বছর আগে