ডিবি পরিচয়
ঢাকায় ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬
রাজধানীতে ডাকাতি করতে গিয়ে ডিবি ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছদ্মবেশ ধারণ করা ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোহাগ মাঝি (২৮), দেলোয়ার (২৬), জয়নাল হোসেন (২৮), সোহেল (২৭), জনি (৩২) ও আজিজ (৫৭) কে শুক্রবার রাতে ঢাকার সাভার ও যাত্রাবাড়ী এবং পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
আরও পড়ুন: চট্টগ্রামে পিবিআই’র মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখালো আদালত
তাদের কাছ থেকে ২০ লাখ টাকা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি কর্মকর্তা জানান, ১৩ নভেম্বর প্রকাশ্য দিবালোকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ডাকাতদের একটি সংঘবদ্ধ চক্র ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
পরে ভুক্তভোগী কেরামত আলীর অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডিবি প্রধান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল প্রথমে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে এবং পরে যাত্রাবাড়ী ও পটুয়াখালী থেকে আরও দুজনকে আটক করে।
আরও পড়ুন: আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার রাফির ৭ দিনের রিমান্ড
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার ১
২ বছর আগে
ময়মনসিংহে ডিবি পরিচয়ে অপহরণচেষ্টার অভিযোগে আটক ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণচেষ্টার অভিযোগে চারজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। বুধবার রাত ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী মুক্তার হোসেন (৪০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- গাজীপুরের শ্রীপুরের বরমি ইউনিয়নের কায়েদপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ জুয়েল (২৮), ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে সারোয়ার (৩৫), ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীর ভিটা ইউনিয়নের আয়লা তলি গ্রামের খালেক ওরফে সালামের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং একই উপজেলার দুরাইল ইউনিয়নের মোমেনপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে কামাল হোসেন (২৭)।
আরও পড়ুন: রহিমা বেগমের নিখোঁজ ঘটনা ‘অপহরণ’ নয়: পিবিআই
ভুক্তভোগীর ভাষ্যমতে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের রামগোপালপুর বাজার থেকে তার কাছে মাদক দ্রব্য আছে বলে একটি প্রাইভেটকারে উঠিয়ে কিশোরগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল তারা। গাড়িতে তুলে ওরা আমাকে লাঠি দিয়ে মারাত্মকভাবে আঘাত করতে থাকে। তখন আমি প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকি। আমার আত্মচিৎকার শুনে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় বাজারের লোকজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চার ব্যক্তিকে গাড়িসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনাস্থল গৌরীপুর থানায় হওয়ায় আটকদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভূয়া পুলিশ পরিচয়ে তরুণীকে অপহরণের পর ধর্ষণ!
রহিমা বেগম ‘অপহরণ’ মামলায় ৪ জনের জামিন
২ বছর আগে