বুনো হাতি
বান্দরবানে বুনো হাতির আক্রমণে নিহত ২, আহত ১
বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের সোহরাব পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বিবি খোদেজা (৬৫) ও আমির আলী (৭০)। আহতের নাম- বয়াতী (৬০)
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান,সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দলছুট হাতি সোহরাব পাড়ায় এসে আক্রমণ শুরু করে। হাতির ভয়ে পাড়ার মানুষ ছুটতে থাকে। খোদেজা বিবি হাতির সামনে পড়লে হাতির পদতলে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আমির আলী ও বয়াতী আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে চকোরিয়া হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আমির আলী মারা যান। গুরুতর আহত বয়াতীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান,বুনো হাতিটি কয়েকটি দোকানের চাল উপড়ে ফেলে দিয়েছে।
এ বিষয়ে আজিজ নগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এনামুল হক ভুঁইয়া বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত
হাতির আক্রমণে রাঙ্গুনিয়ায় কৃষকের মৃত্যু
বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু
২ বছর আগে