নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ
ঢাকার একাংশ-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে সপ্তাহব্যাপী গ্যাস সরবরাহে বিঘ্ন
গ্যাস সঞ্চালন লাইনে কারিগরি কাজের জন্য ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা শহরের দক্ষিণাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকা এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্রাহকরা এক সপ্তাহ গ্যাস সরবরাহে ব্যাঘাত বা নিম্নচাপের সম্মুখীন হতে পারেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেসব এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে তার মধ্যে রয়েছে ঢাকা শহরের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ।
তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই সময়ের মধ্যে ৬০ কিলোমিটার দীর্ঘ বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ‘ইন্টেলিজেন্ট প্লাগইন’ কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন: শিল্প কারখানায় গ্যাস সরবরাহের সমস্যা সমাধান করা হবে: নসরুল হামিদ
রাজধানীতে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
শনিবার ঢাকার কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
২ বছর আগে