চরফ্যাশনসহ
৩০ ঘন্টা পর ভোলায় বাস চলাচল শুরু
র্দীঘ ৩০ ঘন্টা বন্ধ থাকার পর ভোলা-চরফ্যাশনসহ সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ১২ টার পর ভোলা বাসস্ট্যান্ড থেকে ‘স্বপ্ন ছোঁয়া’ নামে একটি বাস যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়াও একই সময় চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে অপর একটি বাস ভোলার উদ্দেশে রওনা হয়।
এদিকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন: ধর্মঘট প্রত্যাহার: ৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানান, সড়কে অবৈধ থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশাল বিভাগের অন্যান্য জেলার মত ভোলায়ও বাস চলাচল বন্ধ ছিলো।
তিনি বলেন, শনিবার দুপুর ১২ টা থেকে আবারও ভোলা-চরফ্যাশনের সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল শুরু
২ বছর আগে