দুর্বৃত্তের হামলা
শরীয়তপুরে দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
শরীয়তপুরের ভেদরগঞ্জে দুর্বৃত্তের হামলায় ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মোল্লা ওই এলাকার আবদুল হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তদের হামলায় ফারুক মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
৩ মাস আগে
গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা ও তার ভাই।
রবিবার( ৩ মার্চ) দিবাগত রাতে নগরের ভূরুলিয়া এলাকায় নিজ বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
নিহত ইজাফর আলী ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ভাই আজাফর আলী জানান, নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় তিন-চারজন যুবক তাকে অতর্কিতে কিল ঘুষি মারে। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে তার ভাই ইজাফর আলী ও ভাতিজা ইসমাইলকে জানান।
আরও পড়ুন: কাহালুতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
এসময় তারা লাঠি সোটা নিয়ে পাশের একটি স্কুলের সামনে গেলে অভিযুক্ত ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ভাই ইজাফর ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন।
পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন ইজাফর আলী মারা যান।
এ বিষয়ে জিএমপি'র সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, নিহত ইজাফর আলীদের উপর কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়ের করা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটের ৩ রেস্টুরেন্টে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর
চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় ২ যুবক খুন
৮ মাস আগে
বগুড়ায় দুর্বৃত্তের হামলায় শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু
বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকায় জজ আদালতে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন শিক্ষানবীশ আইনজীবী আব্দুল বারী ওরফে চানের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল বারী চাঁন ওই এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: কারাগারে দগ্ধ হয়ে আইনজীবীর মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ
জানা যায়, গত ১ নভেম্বর আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। বাসা থেকে প্রায় ৩০০ গজ যাওয়ার পর তিন জন হামলা চালায় তার ওপর। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুমূর্ষু অবস্থায় তাকে আইসিইউতে নেয়া হয়। চারদিন পর সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জমিজমার বিরোধের জেরে আব্দুল বারীর ওপর হামলা চালানোর অভিযোগে সদর থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী আব্দুল বারীর স্ত্রী রুনা আক্তার।
বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিবুর হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। লাশ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, হামলার ঘটনায় ওই দিন রাতে একটি মামলা হয়েছে। হামলার কারণ হিসেবে জমিজমার বিরোধকে উল্লেখ করেছেন তিনি।
তিনি জানান, মামলায় পাঁচ জনের নামসহ মোট আট জনকে আসামি করা হয়েছে।
তবে হামলার চারদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু
কুমিল্লার আদালতে মামলার শুনানিকালে আইনজীবীর মৃত্যু
২ বছর আগে