কেনিয়া
কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৩
কেনিয়া, ৬ সেপ্টেম্বর (ইউএনবি)- কেনিয়ার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত ও ১৩ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে (৫ সেপ্টেম্বর) নাইয়েরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি একাডেমিতে এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল পুলিশ সার্ভিসের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ১৪ শিক্ষার্থীকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়।
ওনিয়াঙ্গো টেলিফোনে বলেন, এখন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রাবাসের একটি অংশ ধ্বংস হয়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৩ মাস আগে
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী
ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেনিয়া যাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
সোমবার(২৬ ফেব্রুয়ারি) বিকালে কেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী।
বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের হ্রাস এবং (প্লাস্টিক) দূষণের ত্রিশঙ্কা মোকাবিলা করায় এবারের জাতিসংঘ পরিবেশ অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে 'জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস এবং দূষণ মোকাবিলায় কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সহযোগিতামূলক পদক্ষেপ।’
আরও পড়ুন: বায়ুদূষণ রোধে বেস্ট প্রকল্পকে সফল করতে পরিবেশমন্ত্রীর নির্দেশ
মন্ত্রী সাবের চৌধুরী অধিবেশনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করবেন এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনে দেশের সাফল্যগুলো তুলে ধরবেন।
পরিবেশগত সুরক্ষায় জাতীয় উদ্যোগ ও মালিকানার গুরুত্বের পাশাপাশি তিনি বৈশ্বিক ঐক্য ও কর্মের গুরুত্ব তুলে ধরবেন তিনি।
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগদান শেষে ৩ মার্চ তার দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ কেরাণীগঞ্জে বায়ুদূষণের অভিযোগে ৪ ইটভাটা বন্ধ
৯ মাস আগে
নাইরোবিতে অনুষ্ঠিত দ্বিতীয় ইইউএন-হ্যাবিট্যাট সম্মেলনে যোগ দিতে কেনিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী
রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দ্বিতীয় ইউএন-হ্যাবিটাট সম্মেলনের প্রাক্কালে কেনিয়ার নাইরোবিতে ইইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক মায়মুনাহ মোহাম্মদ শরীফের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
ড. মোমেন সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের জন্য সরকারি জমিতে বিনা খরচে বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্ল্যাগশিপ আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতির অভিজ্ঞতা বর্ণনা করেন।
নির্বাহী পরিচালক শরীফ ২০২২ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেন্ডার-প্রতিক্রিয়াশীল, সামাজিক আবাসন প্রকল্পের উচ্চ-স্তরের পার্শ্ব-ইভেন্টে তার অংশগ্রহণের কথা স্মরণ করেন।
প্রকল্পটি এবং সুবিধাভোগীদের ওপর এর প্রভাব প্রত্যক্ষ করতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন নির্বাহী পরিচালককে শিগগিরিই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কেনিয়ার পেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
তিনি নির্বাহী পরিচালক ও তার সহকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার বাড়ি, আমার খামার (আমার বাড়ি, আমার খামার) কর্মসূচি সম্পর্কে অবহিত করেন যাতে বসতবাড়ির আশেপাশে টেকসই জীবনযাপন নিশ্চিত করা যায়।
ইইউএন-হ্যাবিট্যাট প্রধান আমার গ্রাম, আমার শহর (আমার গ্রাম, আমার শহর) কর্মসূচির মাধ্যমে গ্রামে নাগরিক সুবিধা প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
নির্বাহী পরিচালক বস্তির উন্নয়ন করা এবং শহুরে আবাসন বিষয়ে ইইউএন-হ্যাবিট্যাটের আসন্ন উদ্যোগকে সহযোগিতা করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
তিনি বাংলাদেশে একটি টেকসই শহুরে ভবিষ্যতের জন্য অর্থায়ন এবং জ্ঞানভিত্তিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ড. মোমেন শহুরে অঞ্চলে জলবায়ু অভিবাসীদের আবাসন ও পরিষেবা প্রদানের সমস্যাটি মোকাবিলার গুরুত্বপূর্ণ গুরুত্বের পতাকা তুলে ধরেন।
তিনি ভাসানচরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও জলবায়ু সহনশীল আবাসন প্রদানে বাংলাদেশের গৃহীত উদ্যোগের কথাও উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।
একাধিক বৈশ্বিক সংকটের মধ্যে একটি সুশৃঙ্খল নগর ভবিষ্যতের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে ত্বরান্বিত করার ধারণাকে সামনে রেখে ৫-৯ জুন নাইরোবিতে অনুষ্ঠিত হচ্ছেদ্বিতীয় ইইউএন-হ্যাবিট্যাট সম্মেলন।
জাতীয় এবং স্থানীয় সরকার, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রায় ৪ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বাংলাদেশ প্রতিনিধি দল অধিবেশনে অংশ নিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার সফরকালে রবিবার হাইকমিশনে নাইরোবিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, ৩ মার্কিনী নিহত
১ বছর আগে
কেনিয়ায় যাজকের সাধনা তদন্তে ৩৯ জনের লাশ উত্তোলন
কেনিয়ার উপকূলীয় এলাকায় এক যাজকের মালিকানাধীন জমিতে এখনও পর্যন্ত ৩৯টি লাশ পাওয়া গেছে। অনুসারীদের আমৃত্যু উপবাসের নির্দেশনা দেয়ার অভিযোগে ওই যাজককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মালিন্দি সাব-কাউন্টির পুলিশ প্রধান জন কেম্বোই বলেছেন যে ধর্মযাজক পল মাকেঞ্জির জমিতে আরও অগভীর কবর এখনও খনন করা হয়নি। গত ১৪ এপ্রিল ধর্মান্ধতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোট মৃতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে। কারণ, গত সপ্তাহে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চে আরও অনেকে অনাহারে থাকার পর তাদের চারজন মারা গেছে।
আরও পড়ুন: সুদানের সেনাবাহিনী ও প্রতিপক্ষ বাহিনীর লড়াইয়ে নিহত ৫৬
তার অনুগামীদের মৃত্যুর বিষয়ে তদন্ত অব্যাহত থাকায় মাকেঞ্জিকে আরও বেশি সময় আটকে রাখার জন্য আদালতের অনুমতি চেয়েছে পুলিশ।
জনসাধারণের কাছ থেকে একটি তথ্যের ভিত্তিতে পুলিশ মালিন্দিতে যাজকের সম্পত্তিতে অভিযান চালায়। এসময় তারা ১৫ জন অনাহারী ব্যক্তিকে খুঁজে পেয়েছিল। পরে তাদেরও চারজন মারা যায়। অনুগামীরা বলেছিলেন যে তারা যীশুর সঙ্গে দেখা করার জন্য যাজকের নির্দেশে অনাহারে ছিল।
পুলিশ বলেছিল যে শুক্রবার খনন শুরু হয় এবং মাকেঞ্জির খামার জুড়ে কয়েক ডজন অগভীর কবর ছড়িয়ে রয়েছে।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাকেঞ্জি গত চার দিন ধরে অনশন করছেন।
২০১৯ সালে এবং চলতি বছরের মার্চ মাসে শিশুদের মৃত্যুর ঘটনায় এর আগে দু’বার যাজককে গ্রেপ্তার করা হয়েছিল। প্রতিবার তাকে বন্ডে মুক্তি দেওয়া হয়েছিল এবং উভয় মামলা এখনও আদালতে চলমান।
স্থানীয় রাজনীতিবিদরা মালিন্দি এলাকায় ধর্মের প্রসারের নিন্দা জানিয়ে আদালতকে এবার তাকে মুক্তি না দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
কেনিয়াতে সাধনা প্রচলিত, যেখানে একটি প্রধানত ধর্মীয় সমাজ রয়েছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে চরমপন্থীদের হামলায় নিহত ৪৪
১ বছর আগে
খরায় কেনিয়ায় কয়েকশ’ হাতি ও জেব্রার মৃত্যু
কেনিয়ার ভয়াবহ খরা চলছে। চলতি বছর পূর্ব আফ্রিকার বেশিরভাগ অঞ্চল গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ খরার মুখে পড়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে হাতি ও জেব্রার মতো কয়েকশ’ বন্যপ্রাণী মারা গেছে।
শুক্রবার কেনিয়ার বন্যপ্রাণী পরিষেবা এবং অন্যান্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নজিরবিহীন খরায় কেনিয়ায় ২০৫টি হাতিসহ বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। মৃত হাতি ছাড়াও, ৫১২টি নু-হরিণ, ৩৮১টি জেব্রা, ১২টি জিরাফ ও ৫১টি মহিষসহ আরও অনেক বণ্যপ্রাণী মারা গেছে।
কেনিয়ার কিছু অংশে গত দুই বছরে অপর্যাপ্ত বৃষ্টিপাতের সঙ্গে পরপর চারবার খরা হয়েছে। যা গবাদি পশু সহ মানুষ ও প্রাণীদের জন্য মারাত্মক প্রভাব ফেলেছে।এর সঙ্গে পানির ঘাটতির বন্যপ্রাণীদের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সোমালিয়ার রাজধানীতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ১০০
প্রতিবেদন লেখকদের মতে, দেশটির পর্যটক আকর্ষণের কিছু জাতীয় উদ্যানেও একই অবস্থা বিরাজ করছে। এর মধ্যে রয়েছে-আম্বোসেলি,সাভো ও লাইকিপিয়া-সাম্বুরু অঞ্চল।
জানা গেছে,সেখানে বন্য প্রাণীদের ওপর খরার প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সরকারের উদ্দেশে বন্যপ্রাণীদের জন্য জরুরি বায়বীয় আদমশুমারির আহ্বান জানিয়েছে।
অ্যালিফ্যান্ট প্রতিবেশি কেন্দ্রের নির্বাহী পরিচালক জিম জাস্টাস নাইমু’র মতে,বিশেষজ্ঞরা বলেন ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পানি ও লবণ ছড়ানোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
উদাহরণস্বরূপ, হাতিরা প্রতিদিন ২৪০ লিটার (৬৩.৪০ গ্যালন) পানি পান করে।
এছাড়া গ্রেভির জেব্রার জন্য বিশেষজ্ঞরা খড়ের ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন: চাদে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৬০
প্রবল বর্ষণে নাইজারে ১৭৯ জন নিহত
২ বছর আগে