মধুমতির পাড়
ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মধুমতির পাড়ে হাজারো মানুষের ঢল
মাগুরায় মহম্মদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে এই নৌকাবাইচ উপভোগ করতে উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে।
সংসদ সদস্য (এমপি) ড. বীরেন শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ভোধন করেন।
আরও পড়ুন: মধুমতি নদীতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের মিলনমেলা
মহম্মদপুর উপজেলা পরিষদ ও বিহারী লাল শিকদার নৌকাবাইচ কমিটি আয়োজিত এই নৌকাবাইচ প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার ১৪টি নৌকা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ফরিদপুর জেলার কালু ফকিরের নৌকা প্রথম, মাগুরা জেলার আতর মোল্লার নৌকা ২য়, ফরিদপুর জেলার আমজাদ মোল্লার নৌকা ৩য় স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে সংসদ সদস্য ড. বীরেন শিকদার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান ও স্থানীয় নেতারা।
বিভিন্ন এলাকার হাজারো ক্রীড়ামোদীরা মধুমতি নদীর দু’ধারে দাড়িয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
আরও পড়ুন: নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ২ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু
২ বছর আগে