জন সভাবেশ
বিএনপি’র বরিশাল জন সভাবেশ সফল, সব বন্ধ করে সরকারের কী লাভ হলো: মির্জা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সব বাধা-বিপত্তির মধ্যেও বঙ্গবন্ধু উদ্যানে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে দেশ ও দলকে এই মানুষগুলো কতটা ভালোবাসে।
শনিবার বরিশালে অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের বিভাগীয় জন সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির সমাবেশস্থলের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারায় আনসার সদস্য মোতায়েন
মির্জা আব্বাস বলেন, ‘বরিশাল আসার পর কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারিনি। ইন্টারনেট পরিষেবার অনুপস্থিতির কারণে আমাদের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ব্যাহত হয়েছে। অথচ পুরো বরিশাল হয়ে উঠেছিল মিটিং-মিছিলের নগরী। সকল প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হয়ে আমাদের সমাবেশ সফলভাবে পরিচালিত হয়েছে। এখন আমার প্রশ্ন, সব কিছু আটকে দিয়ে সরকারের লাভ কী?
তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে না গেলে বর্তমান সরকার দেশকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন আমরা কখনোই মেনে নেব না।
‘আমরা কাউকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন করতে দেব না। আসন্ন সাধারণ নির্বাচন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং ব্যালট পেপারের মাধ্যমে হতে হবে, অন্য উপায়ে নয়,’ এই বিএনপি নেতা আরও যোগ করেন।
আরও পড়ুন: গৌরনদীতে বিএনপি নেতাদের গাড়িবহরে ফের হামলার অভিযোগ
বিএনপির সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার!
২ বছর আগে