কাটা পড়ে
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বিকালে সদর উপজেলার রুহিয়া রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হাজেরা বেগম (৬০) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী নারী নিহত
স্থানীয়রা জানায়, তিনদিন আগে রুহিয়ায় ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন হাজেরা বেগম। শনিবার বিকালে বাড়ি ফেরার পথে সালেহা মাদরাসার সামনে রেলগেট পার হওয়ার সময় দিনাজপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন ‘কাঞ্চন এক্সপ্রেস’ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুর জিআরপি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু