কাটা পড়ে
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালে কাটা পড়ে কিশোর নিহত
ঠাকুরগাঁওয়ের জমিতে চাষ দেওয়ার সময় চালক পরিবর্তন করতে গিয়ে হালের ফালে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট বিলপাড় মাঠে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত
নিহত তাজু ইসলাম (১৬) রাণীশংকৈল উপজেলার নয়াদিঘি গ্রামের আব্বাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদিন ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ দিচ্ছিল তাজু। সন্ধ্যার সময় চলতি অবস্থায় গাড়ির চালক পরিবর্তন করার সময় পা পিছলে হালের ফালের উপরে পড়ে গিয়ে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার কেটে যাওয়া শরীরের টুকরো অংশ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মহসিন আলী জানান, ট্রাক্টরের হালের ফালে কাটা পরে তাজু নামে ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সরাইলে ট্রাক্টরের চাপায় ইটভাটার শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বিকালে সদর উপজেলার রুহিয়া রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হাজেরা বেগম (৬০) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী নারী নিহত
স্থানীয়রা জানায়, তিনদিন আগে রুহিয়ায় ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন হাজেরা বেগম। শনিবার বিকালে বাড়ি ফেরার পথে সালেহা মাদরাসার সামনে রেলগেট পার হওয়ার সময় দিনাজপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন ‘কাঞ্চন এক্সপ্রেস’ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুর জিআরপি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
২ বছর আগে