অদ্ভুত
ঠাকুরগাঁওয়ে ছাগলের অদ্ভুত ২ বাচ্চা!
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ছাগল অদ্ভুত দুইটি বাচ্চার জন্ম দিয়েছে। রবিবার (০৬ নভেম্বর) নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি হাটপাড়ায় এ অদ্ভূত ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার এক আদিবাসীর বাড়িতে পালিত একটি ছাগল তিনটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা তিনটির মধ্যে দুইটি বাচ্চা অদ্ভুত। অন্য বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক। ছাগলের বাচ্চাগুলো দেখতে দলে দলে লোক ছুটে যাচ্ছে ওই বাড়িতে।
ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার চার পা ও দুই কান থাকলেও নেই নাক,দুটি চোখ একসাথে ও মাথায় একটি লাল বলের মতো টিউমার। আরেকটির চার পা ও দুই কান আছে, কিন্তু নাক ও জিহ্বা অস্বাভাবিক। দুইটি বাচ্চারই জিহ্বা বের হয়ে আছে।
আরও পড়ুন : ছাগলের সাথে বসবাস আম্পানে বিধ্বস্ত খাদিজার
স্থানীয়রা বলছেন, এর আগে তাদের এলাকায় ছাগলের এমন বাচ্চা আগে কখনো দেখেননি। বাচ্চা দুটি খেতে পারছে না।
১ বছর আগে