বিশালের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
ঢাকা, ৭ নভেম্বর (ইউএনবি)-সড়ক দুর্ঘটনায় মারা গেলেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (৩২)। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারান তিনি।
সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন ওমর ফারুক বিশাল। তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল নামে এক যুবক আহত হয়েছেন।
নিউজজিটোয়েন্টিফোর.কম-এ কর্মরত ছিলেন বিশাল। তার আগে তিনি বাংলানিউজের বিনোদন বিভাগে কাজ করতেন।
বিশালের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে জি নিউজ-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা বলেন, ‘বিশাল তার গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সোমবার কর্মস্থলে তার যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার ফেরা হলো না।’
বিশালের নামাজে জানাজা বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ধুকুন্দী স্কুল মাঠে হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি গীতিকবি হিসেবে পরিচিত ছিলেন ওমর ফারুক বিশাল। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়, বাংলাদেশের তাহসান খান, সাব্বির নাসিরসহ আরও অনেকেই কণ্ঠ দিয়েছেন তার লেখা গানে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ময়মনসিংহ ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বগুড়ায় দুর্বৃত্তের হামলায় শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু
২ বছর আগে