ডিজিটালাইজড
ডিস লাইন ডিজিটালাইজড করার সময় বাড়ানো হবে: তথ্যমন্ত্রী
ডিস লাইন ডিজিটালাইজড করার জন্য ক্যাবল অপারেটরদেরকে আবারও সময় বাড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে ডিস লাইন ডিজিটালাইজড করার জন্য ক্যাবল অপারেটরদেরকে ৩০ নভেম্বর সময় বেধে দিয়ে ছিলাম। কিন্তু এ বিষয়ে হাইকোর্ট স্থগিতাদেশের আদেশ দিয়েছেন। সে জন্য আদালত আদেশ বাতিল করলে আবার বসে সময় বাড়ানো হবে।’
আরও পড়ুন: খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর কথা ভেবে দেখা হবে: তথ্যমন্ত্রী
সোমবার সচিবালয়ে নিজ কার্যলয়ে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ক্যাবল অপারেটরদের সাথে বৈঠক করেন মন্ত্রী।
হাসান মাহমুদ বলেন, ক্যাবল অপারেটরদের অগ্রগতি জানার জন্য বৈঠক হয়েছে। ক্যাবল অপারেটররা রেডি, কিন্তু সেট অব বক্স সব গ্রাহক সংগ্রহ করতে পারে নি। তাই ডিজিটালাইজড বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ক্যাবল অপারেটর ডিজিটালাইজড হলে গ্রাহক লাভবান হবে। সরকার রাজস্ব পাবে বছরে ১৫-১৮ শত কোটি টাকা।
আরও পড়ুন: বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবি উদ্দেশ্য প্রণোদিত: তথ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, হাইকোর্ট স্থগিতাদেশের আদেশ দিয়েছে। আশা করছি আদেশ উঠে যাবে। আদেশ বাতিল হলে আবার বসবো, তখন সময় বাড়ানোর প্রয়োজন হলে সময় বাড়ানো হবে।
২ বছর আগে
৫ বছরের মধ্যে ব্যাংকিং খাত ডিজিটালাইজড হবে: প্রতিমন্ত্রী পলক
দেশের ব্যাংকিং খাতকে আগামী পাঁচ বছরের মধ্যে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
৪ বছর আগে