ঘুমন্ত
ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর লাশ মিলল বিলে
কুষ্টিয়ায় মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু ইসরাফিলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) বিকেল ৩টার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
আড়াই মাস বয়সী শিশু ইসরাফিল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে খাবারের পর মা ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে ঘুম ভাঙলে দেখতে পান তার পাশে ছেলে নেই। তাৎক্ষণিক বাড়ির সবাই নিয়ে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বুধবার বিকালে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে ইসরাফিরের লাশ উদ্ধার করে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ইসরাফিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
লালমনিরহাটে তামাক খেত থেকে শিশুর লাশ উদ্ধার
৫ মাস আগে
চাঁদপুরে ঘুমন্ত মা-মেয়ের উপর এসিড নিক্ষেপ, আটক ১
চাঁদপুরে মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গেছে নিজ ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের শরীর। এদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা গুরুতর। মিলি ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
রবিবার রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ র্ঘটনা ঘটে।
ঘটনার পর স্বজনরা তাদের দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
মিলির স্বামী মোহাম্মদ সায়েম বিদেশে থাকেন।
আরও পড়ুন: নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
স্থানীয়রা জানান, এলাকার এক যুবক মিলিকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। বিয়ের পর মিলি আক্তার স্বামীর বাড়িতেই বসবাস করতেন। এরমধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রবিবার রাতে এসিড নিক্ষেপের শিকার হন মিলি ও তার মা।
এসিডদগ্ধদের স্বজন সাকিব হাসান জানান, রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে এসিড ছুঁড়ে মারে। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল ইউএনবিকে জানান, এসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ, ডান হাত এবং মা রাশেদা আক্তারের বাম হাত ও উরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ইউএনবিকে জানান, এসিড ছুঁড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, এরইমধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি জানান, এ যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্ত্যক্ত করত। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়া সোমবার দুপুরে মেয়ের বাবা আইয়ুব আলী প্রধানীয়া এ ব্যাপারে মামলা রুজু করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে পরকীয়ার জেরে যুবককে এসিড নিক্ষেপ
মানিকগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলায় স্বামী গ্রেপ্তার
৮ মাস আগে
সিলেটে টিলা ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু
সিলেটে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার মাটি ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।
অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।
আরও পড়ুন: সিলেটে ছাদে ফুটবল খেলতে গিয়ে শিশুর মৃত্যু
খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, টানা বৃষ্টির কারণে টিলার মাটি ধসে ঘুমন্ত শিশু অর্চনাকে চাপা দিলে সে মারা যায়। স্থানীয়রা মাটির নিচ থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করে। তবে এ সময় শিশু অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর তাকে ঘরের মধ্যে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।
এছাড়াও, পাহাড়-টিলার নিকট ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।
আরও পড়ুন: কুমিল্লায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
১ বছর আগে
কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে এক কৃষককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবি (৪৮) ওই গ্রামের মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: রিকশাচালকের বিরুদ্ধে ‘স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা’র অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্ত্রীর সঙ্গে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক মুখোশধারী রবিউলের ওপর হামলা চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে রবিউলের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এসময় স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশিরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা!
মাগুরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
আগুনে ঘুমন্ত ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে পিরোজপুর পৌরসভার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাওলাদার (২৮) পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল হাওলাদার রবিবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। তিনি বাড়ির একটি ঘরে একা থাকতেন। রাত তিনটার দিকে ঘরের সঙ্গে থাকা রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘরের সঙ্গে বসতঘরটি পুড়ে যায়। এতে সোহেল হাওলাদার পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। এরপর ঘর থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়।
সোহেল হাওলাদারের বড় ভাই নাসির হাওলাদার বলেন, আমাদের বাড়ির আলাদা একটি ঘরে সোহেল একা থাকত। সে পিরোজপুর শহরের মাছবাজারে মাছের ব্যবসা করত। রবিবার রাতে সোহেল রান্না করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে আগুন লাগলে সে আগুনে পুড়ে মারা যায়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ হক জানান, খবর পেয়ে আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই।
তিনি আরও জানান, এরপর পুড়ে যাওয়া ঘর থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে আগুন: পালানোর সময় রোগীর মৃত্যু
নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ঘুমন্ত ৬ জনের মৃত্যু
মঙ্গলবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। এতে ঘুমন্ত অবস্থায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পশ্চিমে ভারতের রাজধানী নয়াদিল্লি পর্যন্ত অনুভূত হয়েছিল ভূমিকম্পটি।
ডোটি জেলার প্রধান কর্মকর্তা কল্পনা শ্রেষ্ঠা জানিয়েছেন, দুর্গম, জনবসতিপূর্ণ পাহাড়ি গ্রামে তাদের বাড়িতে পিষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
আরও পড়ুন: চীনের সিচুয়ানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬৫
তিনি বলেন, স্থানীয় সময় রাত দুইটা ১২ মিনিটের দিকে ভূমিকম্পের ফলে পাহাড়ি গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর থেকে বের হয়ে যায় এবং অনেকে খোলা জায়গায় পুরো রাত কাটায়।
তিনি আরও বলেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য দুর্গম গ্রামে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। অনেক গ্রামে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও হতাহতের নতুন কোনও খবর পাওয়া যায়নি।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ছয় দশমিক ৬ মাত্রার কম্পন পরিমাপ করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ পাঁচ দশমিক ৬ মাত্রার প্রাথমিক রেটিং দিয়েছে যার গভীরতা ১৫দশমিক ৭ কিলোমিটার (৯.৮ মাইল) এবং এর কেন্দ্রস্থল দিপায়ালের ২১ কিলোমিটার (১৩ মাইল) পূর্বে।
২০১৫ সালে একটি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোক মারা গিয়েছিল এবং প্রায় দশ লাখ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরও পড়ুন: ঢাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি
২ বছর আগে