ফেরি চালু
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য নতুন ফেরি চালু
আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ।
সমাবেশকে ঘিরে খুলনা জুড়ে উৎসবের আমেজ বইছে। মহাসমাবেশের জন্য নৌকার আদলে মঞ্চ তৈরিসহ ওপরে প্রতীকী পদ্মা সেতু তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসা ঘাটে পাঁচটি ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: একদিন পর কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে ফেরি চলাচল শুরু
শুধু রূপসা ঘাটেই নয়, জেলখানা ঘাটে তিনটি ও নগরঘাটে দুটি ফেরি চলাচল করবে। সবমিলিয়ে খুলনার তিনটি ঘাটে ১০টি ফেরি চলাচল করবে আজ।
খুলনা সড়ক ও জনপদ বিভাগ সওজ (ফেরি বিভাগ)’র নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, প্রধানমন্ত্রীর জনসভায় নির্বিঘ্নে দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের আসা-যাওয়ার জন্য আমরা নদীপথে আগের চারটি ফেরির সঙ্গে আরও ছয়টি নতুন ফেরি যুক্ত করেছি।
আরও পড়ুন: চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু
১ বছর আগে
মুন্সিগঞ্জ-গজারিয়া নৌরুটে ৪ বছর পর ফেরি চালু
মুন্সীগঞ্জ-গজারিয়া রুটে চার বছর পর বহু প্রতিক্ষীত ফেরি চলাচল উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফেরি চলাচল উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এর ফলে গজারিয়া উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হলো। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েরও দূরত্ব কমবে।
আরও পড়ুন: মোংলা বন্দর এলাকায় সড়ক ও ফেরিঘাট নির্মাণ দু’টি এলপিজি প্লান্টের কার্যক্রম ঝুঁকিতে ফেলবে
বেলা ১২ টায় ফেরি 'স্বর্ণ চাপা' গজারিয়ার কাজীপুরা ঘাট থেকে রওয়ানা দিয়ে ২০ মিনিটে মুন্সীগঞ্জ প্রান্তের চরকিশোরীগঞ্জ প্রান্তে পৌছায়। প্রথম ট্রিপে ফেরিতে চারটি যান পারপার করা হয়।
এর আগে মুন্সীগঞ্জ-গজারিয়া মেঘনায় এই ফেরি সার্ভিস ২০১৮ সালের ৩ জুন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) মো. রাশেদুল ইসলাম বলেন, যানবাহনের চাপ বাড়লে পর্যায়ক্রমে ফেরিও বাড়ানো হবে।
এই রুট চালু হওয়ার ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দূরত্ব কমবে।
রাত দিন ২৪ ঘন্টা সব ধরনের যানবাহন পারাপার করা হবে। দেড় কিলোমিটারের দূরত্বের এই ফেরি রুটে এখন তিনটি ফেরি চলবে।
এতে গজারিয়ার সঙ্গে দূরত্ব কমবে প্রায় ৪৩ কিলোমিটার।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আবেদিন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: পদ্মার ভাঙনে গোয়ালন্দে ফেরি চলাচল ব্যাহত
ইলিশ মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ফেরির লষ্কর নিখোঁজ
২ বছর আগে