শর্তসাপেক্ষ
মুন্নি সাহা আটকের পর 'শর্তসাপেক্ষে' মুক্তি
শানিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে তার কয়েক ঘণ্টা পর আবার ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার দিনগত মধ্যরাতের পরে মুচলেকা দিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
অর্থাৎ তাকে জামিন চাইতে হবে এবং ভবিষ্যতে পুলিশের সমন পেলেই আদালতে হাজির হতে হবে।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মুন্নি সাহাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল।
তিনি বলেন, মুন্নি সাহার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
৩ সপ্তাহ আগে
খুলে দেওয়া হয়েছে সিলেটের জাফলং ও রাতারগুল পর্যটন স্পট
দর্শনার্থীদের জন্য শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে জাফলং ও রাতারগুল পর্যটন স্পট।
রবিবার (২৩ জুন) থেকে পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন এবং আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার সিদ্ধান্ত নেয়।
পাশাপাশি, জাফলং পর্যটন স্পটে নৌ-চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় সব বোট মালিক, নৌ-চালক ও মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনা করে সাঁতার জানেন না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে ট্যুরিস্ট স্পটে নৌকায় চলাচল করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে। উল্লিখিত শর্তসাপেক্ষ সবকটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শুক্র (২১ জুন) ও শনিবার (২২ জুন) দুই দফায় জাফলং ট্যুরিস্ট স্পট সরেজমিনে পরিদর্শন করে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি একটি টিম।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গোয়াইনঘাট উপজেলার সবকটি পর্যটনকেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল কয়েক দফা পরিদর্শন করেন।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের নির্দেশে বন্যা পরিস্থিতির কারণে জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়।
তার আগে, গত ৩০ মে বন্যা পরিস্থিতির জন্য প্রথম দফায় পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিল ইউএনও ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়কগণ। পরবর্তীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শুক্রবার (৭ জুন) পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।
৫ মাস আগে
শর্তসাপেক্ষে আ. লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি
আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শনিবার যথাক্রমে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও নয়াপল্টনে ২০টি শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স শুক্রবার রাতে উভয় দলকে এ সংক্রান্ত পৃথক চিঠি দিয়েছে।
চিঠিদ্বয়ে অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি অনুমতি পেয়েছে।
আরও পড়ুন: সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, সরকারকে বাড়াবাড়ি না করতে হুঁশিয়ারি ফখরুলের
ডিএমপি'র শর্তে বলা হয়েছে, ডিএমপি শুধুমাত্র দুপুর ১২টার পর জনসমাগম করার অনুমতি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে, সমাবেশ থেকে কোনো উস্কানিমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া যাবে না, ব্যানার বা ফেস্টুন বহনের নামে নেতা-কর্মীদের লাঠি বা রড বহন করতে দেওয়া হবে না। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আয়োজকরা দায়ী থাকবেন।
এর আগে গত ২০ ও ২১ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করে যথাক্রমে আওয়ামী লীগ ও বিএনপি।
আরও পড়ুন: আ. লীগের সমাবেশ: বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু
শনিবারের সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছে
১ বছর আগে
শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘শিশু বক্তা’ রফিকুল
ধর্মীয় সমাবেশে রাষ্ট্রবিরোধী বা উসকানিমূলক বক্তব্য না দেয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি মামলায় রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রফিকুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
রফিকুল ইসলামের আইনজীবীরা জানান, এই আদেশে রফিকুল ইসলামের মুক্তির পথে সব বাধা দূর হয়েছে।
আরও পড়ুন: ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ ২ জনের বিচার শুরু
প্রসঙ্গত, ২০২১ সালের ৭ এপ্রিল রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোণার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। ২০২১ সালের ৮ এপ্রিল রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।
পরে ওই বছরের ১১ এপ্রিল গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রফিকুলইসলামকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়।
নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুরের সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম গাছায় ওয়াজ মাহফিলে ‘উস্কানিমূলক'বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।
তিনি নেত্রকোনার জমিয়তে উলামায়ে ইসলামের শাখা যুব জমিয়তের সহ-সভাপতি।
আরও পড়ুন: ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন
১ বছর আগে