জিএস
তানজিম, রাজীব, সবুজ এটিজেএফবি’র সভাপতি, ভিপি ও জিএস নির্বাচিত
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিবেদক তানজিম আনোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছর মেয়াদের (২০২৩-২৪) জন্য এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ডিবিসি নিউজের চিফ রিপোর্টার রাজীব ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি এবং বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি‘র আব্দুল বাতেন বিপ্লব।
আরও পড়ুন: সাভার বাসস্ট্যান্ডে হিজড়া-হকার সংঘর্ষে আহত ১০
শুক্রবার ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান এবং দুই নির্বাচন কমিশনার গোলাম মুজতবা ধ্রুব ও সোহেল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে বিদায়ী সভাপতি নাদিরা কিরণের সভাপতিত্বে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল্লাহ সুমন (বিটিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ এবং ইমরুল কাউসার ইমন (দৈনিক ভোরের ডাক)।
বাংলা ট্রিবিউনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আকবর হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক এবং মাহফুজ কামাল (চ্যানেল ২৪) বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পাঁচ কার্যনির্বাহী সদস্য হলেন-খালিদ আহসান (বিটিভি), রাশিদুল হাসান (দ্য ডেইলি স্টার), মো. মাসুদ রুমি (দৈনিক কালের কণ্ঠ), আলতাব হোসেন (দৈনিক যায়যায় দিন) এবং মো. আশিক হোসেন (নিউজবাংলা২৪.কম)।
আরও পড়ুন: সন পদক অর্জন করেছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম
৫০ চিন্তাবিদের তালিকায় স্থপতি মেরিনা তাবাসসুম
২ বছর আগে