এটিজেএফবি
এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ১০ নারী
এভিয়েশন খাতের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন এই খাতের ১০ নারী।
বুধবার (১৩ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামশন এইচ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের তাদের এ সম্মাননা দেওয়া হয়।
আরও পড়ুন: ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু করেছে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
সম্মাননা পাওয়া ১০ নারী হলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) দিলরুবা পারভীন, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে বাটারফ্লাই পার্কের চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলী, লিডারশীপ ক্যাটাগরিতে আ্যাটাব এর সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহা, সাংবাদিক ক্যাটাগরিতে গ্রীণ টিভির নির্বাহী সম্পাদক নাদিরা কিরণ, এভিয়েশন ট্রেইনার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রাশেদা কবির চৌধুরী, পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাসমিন দোজা, ওটিএ উদ্যোক্তা ক্যাটাগরিতে শেয়ার ট্রিপে সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক, এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সামিয়া হালিম কবির, কেবিনক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিনক্রু ফারহানা ইসলাম নুসরাত, ক্যালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম টেনিং ইন্সটিটিউটের ট্রেইনার জাহেদা বেগম সম্মাননা পান।
আরও পড়ুন: ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক
অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, নারীদের যখনই সুযোগ দেওয়া হয়েছে তখনই তারা ভালো করেছে এবং এগিয়ে গিয়েছে। আজকের অ্যাওয়ার্ডটিও একটি ইউনিক অ্যাওয়ার্ড। এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য যা যা প্রয়োজন আমরা তাই তাই করব। নারীদের কেউ দাবায় রাখতে পারবে না।
৯ মাস আগে
মার্চ থেকে ঢাকা-রোম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান
২০২৪ সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালির রোমে ফ্লাইট চালু করা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিমানের ট্রেনিং সেন্টারে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ‘এটিজেএফবি ডায়ালগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অতিরিক্ত সচিব শফিউল আজিম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ এর পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হেন্ডেলিং ফাইনাল করা আছে।’
আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিমান বাংলাদেশ
তিনি আরও বলেন, ‘আমরা রোমে সরসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। আমরা এটি নিয়ে স্টাডি করছি। যদি সরাসরি ফ্লাইট যায় রোমে তাহলে ৯/১০ ঘণ্টা লাগবে।’
যদি ট্রানজিশন বা বিরতি নেওয়া হয় তাহলে কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কুয়েত অথবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) হতে পারে। তবে এসব বিষয়ে কোনো কিছুই ফাইনাল না।’
এটিজেএফবি ডায়ালগ সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ।
এ ডায়ালগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এটিজেএফবি সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট উদ্বোধন
‘বিশেষ প্রণোদনা’ দিয়ে বিমানের সবার ৫ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত
১ বছর আগে
তানজিম, রাজীব, সবুজ এটিজেএফবি’র সভাপতি, ভিপি ও জিএস নির্বাচিত
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিবেদক তানজিম আনোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছর মেয়াদের (২০২৩-২৪) জন্য এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ডিবিসি নিউজের চিফ রিপোর্টার রাজীব ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি এবং বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি‘র আব্দুল বাতেন বিপ্লব।
আরও পড়ুন: সাভার বাসস্ট্যান্ডে হিজড়া-হকার সংঘর্ষে আহত ১০
শুক্রবার ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান এবং দুই নির্বাচন কমিশনার গোলাম মুজতবা ধ্রুব ও সোহেল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে বিদায়ী সভাপতি নাদিরা কিরণের সভাপতিত্বে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল্লাহ সুমন (বিটিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ এবং ইমরুল কাউসার ইমন (দৈনিক ভোরের ডাক)।
বাংলা ট্রিবিউনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আকবর হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক এবং মাহফুজ কামাল (চ্যানেল ২৪) বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পাঁচ কার্যনির্বাহী সদস্য হলেন-খালিদ আহসান (বিটিভি), রাশিদুল হাসান (দ্য ডেইলি স্টার), মো. মাসুদ রুমি (দৈনিক কালের কণ্ঠ), আলতাব হোসেন (দৈনিক যায়যায় দিন) এবং মো. আশিক হোসেন (নিউজবাংলা২৪.কম)।
আরও পড়ুন: সন পদক অর্জন করেছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম
৫০ চিন্তাবিদের তালিকায় স্থপতি মেরিনা তাবাসসুম
২ বছর আগে