চোরাই মালামাল
রাণীনগরে পাঁচ লাখ টাকার চোরাই মালামাল জব্দ, গ্রেপ্তার ৫
নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার চোরাই মালামাল জব্দের কথা জানা যায়। শুক্রবার বিকালে রাণীনগর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তাররা হলো- জেলার মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে সান্টু ইসলাম (২৩), পারসিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুর রহমান রনি (২৫), পশ্চিম দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে অপু (২৮), আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মফিজ সরদারের ছেলে মামুনুর রশিদ ওরয়ে মন্টু (৩২) এবং হাটকালুপাড়া গ্রামের আনোয়ারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধু ধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাণীনগর সদরের হাসপাতাল গেট এলাকায় হানিফ মোবাইল শোরুমে কেচি গেট ও সাটারের তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা ওই দোকান থেকে প্রায় আট লাখ টাকার নতুন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি এলাকায় চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
তিনি আরও জানান, দু’দিনের অভিযানে বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ ও চোরাই মোটরসাইকেল এবং নতুন মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার হয়।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একাধিক মামলার আসামি।
তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের করে রিমান্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজাসহ পুলিশ বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে বিএনপি নেতা কামাল হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার
২ বছর আগে