আয়োজন
দূতাবাসের আয়োজনে ঢাকায় যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারে বুধবার (৬ নভেম্বর) আয়োজিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান।
বিশেষ এই আয়োজনে বাংলাদেশের তরুণ সমাজ এবং অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ পায়।
আরও পড়ুন: দেশকে সবার আগে রাখতে হবে: নির্বাচনের রাতের ভাষণে ট্রাম্প
তরুণ নেতারা, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ এবং নির্বাচনের তাৎপর্য ও গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্যে ছিল প্রতীকী নির্বাচন। যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রিয় আমেরিকান মিনিস্টারের পক্ষে ভোট দেন।
এছাড়া, দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা সরাসরি আপডেটের মাধ্যমে নির্বাচনি ফলাফল পর্যবেক্ষণ করেন, যা তাদের গুরুত্বপূর্ণ নির্বাচনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেয়।
ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন বলেন, ‘নির্বাচনি প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ। বাংলাদেশের তরুণদের এই অভিজ্ঞতায় সম্পৃক্ত করে আমরা গণতন্ত্রের গুরুত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দিতে চাই।’
তিনি বলেন, ‘আশা করি এই আয়োজন নেতা-নেত্রীদের অনুপ্রাণিত করবে যেন তারা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বরের মূল্যায়ন করে।’
এই নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক জোরদার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রসারের প্রচেষ্টার একটি অংশ।
আরও পড়ুন: নিউ হ্যাম্পশায়ারে প্রথম ব্যালটের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু
২ সপ্তাহ আগে
প্রস্তাবিত কমনওয়েলথ জলবায়ু সম্মেলন আয়োজনে আগ্রহ প্রকাশ বাংলাদেশের
কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-২৮) ২৮ তম বৈঠকের আগে বাংলাদেশে প্রস্তাবিত কমনওয়েলথ জলবায়ু সম্মেলন আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ২২ তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে (সিএফএএমএম) বাংলাদেশে ইভেন্টটি আয়োজনের প্রস্তাব দেন।
তিনি বলেন, এর দুর্বলতা সত্ত্বেও, বাংলাদেশ জলবায়ু অভিযোজনে বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হয়েছে এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনকে সমর্থন করার জন্য ঢাকায় গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশনের (জিসিএ) দক্ষিণ এশিয়া হাব প্রতিষ্ঠা করেছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথ দেশগুলোর সহায়তা চায় ঢাকা
৫৩ সদস্যের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতিত্বকালে বাংলাদেশ ২০২১ সালে গ্লাসগোতে কপ-২৬ এ প্রথম কমনওয়েলথ-সিভিএফ জলবায়ু সমৃদ্ধি সংলাপের আয়োজন করে।
শাহরিয়ার বলেন, বাংলাদেশ জলবায়ু খাতে বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এবং ইতোমধ্যে 'মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ২০৩০' নামে একটি লো-কার্বন ট্রানজিশন স্ট্র্যাটেজি চালু করেছে।
তিনি আরও বলেন যে কমনওয়েলথকে অবশ্যই ২০২৪ সালের ডব্লিউটিও মন্ত্রীপর্যায়ে এলডিসি, এলএলডিসি, এসআইডিএস এবং বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর দুর্বলতা মোকাবিলা করতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের বাইরে তাদের বাণিজ্য-সম্পর্কিত জিএসপি অব্যাহত রাখা, বেসরকারি মূলধন প্রবাহ এবং সবুজ প্রযুক্তি হস্তান্তরের জন্য নমনীয় অর্থায়নের মতো ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করতে হবে।
আরও পড়ুন: কমনওয়েলথ দেশগুলোর দক্ষ গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
১ বছর আগে
বিড়াল প্রদর্শনী: বরিশালে ভিন্নধর্মী এক আয়োজন!
বরিশালে প্রথমবারের মত আয়োজিত হলো বিড়াল প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ আর প্রতিযোগীতার মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে এই আয়োজন।
এছাড়া সযত্নে লালিত বিড়ালদের মনের মতো করে সাজিয়ে সেখানে নিয়ে এসেছেন তাদের অভিভাবকেরা।
এতে প্রতিযোগী হিসেবে অংশ নেন শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামের তিনটিসহ মোট ৪০টি বিড়াল।
মেলার আয়োজক ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী প্রথমে গ্রুপ খুলে বিড়াল প্রেমিদের একত্র করার চেষ্টা করি এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া পাই।
তিনি বলেন, সকলের সম্মতিতে শুক্রবার বরিশালে প্রথম বিড়ালের প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে বিড়ালগুলো বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিচ্ছে এবং জয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
মেলার প্রধান অতিথি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, আজকের মিলনমেলা একটি চিত্তবিনোদনেরও বিষয়। নাগরিক জীবনে আমরা হাপিয়ে উঠেছি বিভিন্ন যান্ত্রিক কারণে। সেই সময়ে জীবে প্রেমের নিদর্শন হিসবে এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তর সব সময় এমন মানুষদের পাশে থাকবে।
মেলায় অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজকে মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। মানুষকে আরও আগ্রহী করে তুলবে পশুপ্রেমে।
অপর অংশগ্রহণকারী নিপা বলেন, এক বছর ধরে আমি বিড়াল পুষছি। আমার ছেলেমেয়েদের জন্য পুষছি। কারণ প্রযুক্তির এই সময়ে সন্তানদের মোবাইলসহ অন্য ডিভাইসে আসক্ত না করে জীবেপ্রেম শিখাতে পারলে মনে করি সঠিক শিক্ষা দিতে পারছি। এই জায়গা থেকেই আমি উদ্যোগী হয়ে বিড়াল পুষছি।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালী উদ্ধার
২ বছর আগে