পূর্ব শত্রুতার জের
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগ শেখ (৩৩) নামে এক যুবককে হত্যা করছে প্রতিপক্ষরা।
সোমবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজান হাওলাদার।
নিহত সোহাগ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় স্ত্রীহত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিহতের ভাই সিপন শেখ জানান, রাতে ফোন করে তার ভাই সোহাগ শেখকে বাড়ির সামনে বের করা হয়। পরে কাছে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে বসে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করে তারা পালিয়ে যায়। এর আগেও তার ভাইকে কয়েকবার মেরে ফেলার হুমকি দিয়েছিল প্রতিপক্ষের লোকজন।
তিনি আরও জানান, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়। সেই পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ভাই সোহাগ শেখকে হত্যা করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, পূর্ব শত্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে, প্রাথমিকভাবে এমনটা জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
৮ মাস আগে
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
চট্টগ্রামের পটিয়াতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১০টার দিকে উপজেলা ছনহরা ইউনিয়নে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
তিনি জানান, টাকা-পয়সা পাওনা লেনদেনের বিষয়ে ১০-১২ জন একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রামের নানার বাড়ির সামনে শাহেদুল ইসলামকে উপর্যপুরি ছুরিকাঘাতে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, রাত ১২টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন
১ বছর আগে
বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
বিএনপি স্বেচ্ছাসেবক দলের বাগেরহাট শাখার সাবেক সাধারণ সম্পাদক অজ্ঞাত হামলাকারীদের গুলিতে শুক্রবার নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিচয়- তানু ভূঁইয়া (২৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির কাছে গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দলের এই নেতা। তাকে একাধিকবার গুলি করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা।’
বাগেরহাট শেখ রাজিয়া নাসের জেনারেল হাসপাতালে নেয়া হলে তানুকে মৃত ঘোষণা করা হয়।
ওসি আরও বলেন, ‘হত্যার কারণ খুঁজে বের করে হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তানুকে গুলি করে হত্যা করা হয়।’
আরও পড়ুন: ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড
নাটোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে যুবদল কর্মীর ছুরিকাঘাতের অভিযোগ
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ২৪, আটক ১০
২ বছর আগে