বিলিয়ার্ড
বগুড়ায় ‘বিলিয়ার্ড’ খেলতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া জেলা শহরের নামাজগড় মোড়ে বিলিয়ার্ড খেলার জের ধরে শুক্রবার রাতে ছুরিকাঘাতে ২১ বছর বয়সী এক যুবককে হত্যা করা হয়েছে।
নিহত হাবিবুর রহমান বিপুল ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শরাফত ইসলাম জানান, ওই এলাকায় অবস্থিত ‘ব্রেক অ্যান্ড রান’ নামের একটি প্রতিষ্ঠানে বিপুলসহ ছয় থেকে সাত জন বিলিয়ার্ড খেলছিল।।
একপর্যায়ে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিপুলের অন্য খেলার সাথীদের সঙ্গে তুমুল বাকবিতন্ডা শুরু হয়।
পরে তাদের দলে থাকা শাকিল বিপুলকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বলে এসপি জানান।
তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরাফত বলেন, ‘পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা করছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শকসহ আহত ২
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
২ বছর আগে