ঘুচল
পরীমণির অভিমান কি ঘুচল?
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সম্পর্কের ইঙ্গিত দিয়ে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। হঠাৎ এই ধরনের পোস্ট হতবাক করেছে তার ভক্ত ও শোবিজের সবাইকে। কারণ,রাজের সঙ্গে বিয়ের পর এমন উচ্ছ্বসিত জীবনে পরীকে আর দেখা যায়নি। আর চলতি বছর এই তারকা দম্পতির ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।
দুই দিন ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সমালোচনার পর গতকাল একটি ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায় ছেলে জন্মের তিনমাস হওয়া উদযাপন করছেন তিনি। ছবিতে পরীমণির কোলে তাদের ছেলেকে দেখা যাচ্ছে।
আর এই ছবিটি তুলেছেন সন্তানের বাবা শরিফুল রাজ। পোস্টের মন্তব্যে ছেলের জন্য শুভকামনা জানান শুভাকাঙ্খিরা।
সংসার ও সন্তান নিয়েই আপতত ব্যস্ত পরীমণি। মাতৃত্বের সময়টা তিনি যে বেশ উপভোগ করছেন সেটি তার ফেসবুকের ছবি দেখে ধারণা করা যায়। আর এরমধ্যেই তার সাম্প্রতিক স্ট্যাটাস সবকিছু যেন পাল্টে দেয়।
কিন্তু সেই পরীর সেই অভিমান কি ঘুচল অবশেষে?
আরও পড়ুন: মিমের স্ট্যাটাসের উত্তর দিয়ে স্ক্রিনশট শেয়ার করলেন পরীমনি
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’
১ বছর আগে