বিজিবি-২ ব্যাটালিয়ন
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
কক্সবাজারের টেকনাফে প্রায় ১১ কোটি ৪৬ লাখ টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার এ তথ্য জানান।
শেখ খালিদ মো. ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীতে অভিযানে যায় বিজিবির একটি অভিযানিক দল। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে নৌকায় করে বেরীবাধ এলাকার দিকে যেতে দেখে তার পিছু নেয় বিজিবি।
তিনি বলেন, বিপদ টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তি পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা ১১ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুই দশমিক ১১ কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আরও পড়ুন: কক্সবাজারে ১৩ কোটি টাকার মাদক জব্দ বিজিবির
অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
চোরাচালানে বাধা দেয়ায় বিজিবি সদস্যকে ট্রাকচাপায় দেয়ার অভিযোগ!
২ বছর আগে