মুক্তির নির্দেশ
রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামির মুক্তির নির্দেশ
ভারতের শীর্ষ আদালত শুক্রবার ১৯৯১ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার জন্য দোষী সাব্যস্ত ছয়জনকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: রাজীব গান্ধী হত্যা: ৩১ বছর পর মুক্ত দোষীসাব্যস্ত পেরারিভালান
দোষীরা যাবজ্জীবন সাজা ভোগ করছিল এবং ৩০ বছরেরও বেশি সময় তারা কারাগারে কাটিয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, ‘অন্য কোন বিষয়ে প্রয়োজন না হলে আপীলকারীদের মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।’
এই বছরের মে মাসে, শীর্ষ আদালত তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে সপ্তম দোষীকে মুক্তি দেয়। বাকি আসামিদের ক্ষেত্রেও একই আদেশ প্রযোজ্য বলে জানিয়েছে আদালত। ১৯৯১ সালের ২১ মে রাজীব গান্ধীকে হত্যা করা হয়।
আরও পড়ুন: আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পিকে হালদারকে বাংলাদেশে আনতে হবে: ভারতীয় হাইকমিশনার
১ বছর আগে