মেধা
মেধাভিত্তিক ভর্তির দাবিতে মিরপুর সড়ক অবরোধ
মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যানজট
বেলা ১১টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
এর আগে তাদের দাবির সমর্থনে অনলাইনে প্রচার চালান এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে তিন দিন ধরে মহাসড়ক অবরোধ
১ মাস আগে
বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি ও মেধা কাজে লাগান: বিসিএস কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে বিসিএস কর্মকর্তাদের উদ্ভাবনী শক্তি ও মেধাকে কাজে লাগাতে বলেছেন।
তিনি বলেন, ‘আমরা যে কাজগুলো করেছি (উন্নয়ন) তার ধারাবাহিকতায় আপনাদের সকলকে নতুন করে ভাবতে হবে। কিভাবে আপনাদের উদ্ভাবনী শক্তি ও প্রতিভাকে কাজে লাগিয়ে এই দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়।’
সোমবার প্রধানমন্ত্রী রাজধানীতে তার কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি নতুন বিসিএস ক্যাডারদের এই মর্যাদা সমুন্নত রাখতে বলেন।
আরও পড়ুন: শিশুদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে দেশ আমূল পরিবর্তন প্রত্যক্ষ করেছে।
তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বলেছেন।
শেখ হাসিনা বলেন, তারা জনসংখ্যা, অর্থনীতি ও সকল সামাজিক ব্যবস্থাকে স্মার্ট করে ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন।
এ সময় তিনি নবীন কর্মকর্তাদের ‘২০৪১ স্মার্ট বাংলাদেশ’- রূপকল্প বাস্তবায়নের সৈনিক হিসেবে বর্ণনা করেন; কারণ তারা পর্যায়ক্রমে সরকারি চাকরিতে উচ্চ পদে যাবেন।
তিনি বলেন, ‘তাই প্রত্যেককে তাদের নিজ নিজ জায়গা থেকে কীভাবে একটি বিষয়কে আরও সুন্দর এবং ভালোভাবে করা যায় সে সম্পর্কে নতুন চিন্তাভাবনা করতে হবে।’
ইউক্রেন যুদ্ধ কখন থামবে তা জানা না থাকায় প্রধানমন্ত্রী বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ সম্পদ ব্যবহারে মিতব্যয়ীতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
একের পর এক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারা বিশ্বে প্রতিটি পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে যায়।
তিনি বলেন, দেশের সমগ্র জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সঞ্চয় করতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং সবকিছু ব্যবহারে মিতব্যয়ীতা দেখাতে হবে।
প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সঙ্কট কাটিয়ে উঠতে প্রশাসনকে সম্পদের ব্যবহারে মিতব্যয়ী প্রয়োগ এবং দেশে খাদ্য উৎপাদন বাড়াতে জনগণকে উৎসাহিত করতে বলেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন।
আরও পড়ুন: বৈশ্বিক মন্দার মধ্যেও অর্থনীতিকে এগিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করছি: প্রধানমন্ত্রী
১ বছর আগে
তরুণদের মেধা, পরিশ্রম ও দেশপ্রেমে এগিয়ে যাবে বাংলাদেশ: সজীব ওয়াজেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সমস্যা সমাধানে সক্ষম। তরুণরা বিশ্বকে গ্রাস করা যুদ্ধের সঙ্কট কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে ষষ্ঠ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা জানেন যে বিশ্ব একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ চলছে, সমস্যাও রয়েছে। আমরা মাত্র দুই বছর আগে কোভিড-১৯-এর সঙ্কট মোকাবিলা করেছি। যুদ্ধ, সন্ত্রাস, মূল্যবৃদ্ধি এবং আর্থিক চাপ বাড়ছে।’
এতসব সমস্যার মধ্যে দেশ কীভাবে এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা (যুবকরা) সমস্যা সমাধানের উদাহরণ। সমস্যার কোনও শেষ নেই। আমরা আওয়ামী লীগ টানা ১৪ বছর ধরে ক্ষমতায় আছি। আমরা কত সমস্যার সম্মুখীন হয়েছিলাম?’
তিনি বলেন, ‘ প্রথমত লোডশেডিং ছিল। আমরা কীভাবে লোডশেডিং সমস্যার সমাধান করব? তারপরে অর্থনীতির কথা আসে। এত মানুষকে কীভাবে খাওয়ানো হবে? কীভাবে এই অর্থনীতি এগিয়ে যাবে? আমরা প্রমাণ করেছি যে এই সব সমস্যার সমাধান করা যেতে পারে।’
আরও পড়ুন: ২০০৭ সালের নির্বাচনের আগে ‘৩০০ দলীয় ক্যাডার’ নিয়োগ দিয়েছিল বিএনপি-জামায়াত: জয়
২০২০ সালে কোভিড-১৯ মহামারির উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড আসলো, সবাই ভয় পেয়ে গিয়েছিল। সারা বিশ্বে আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু, আমরা কী দেখলাম? বাংলাদেশে, আমরা আমাদের নিজস্ব উপায়ে এবং আমরা এটি নিজস্ব পরিকল্পনায় পরিচালনা করেছি। আমরা বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় এটিকে আরও স্মার্টভাবে মোকাবিলা করেছি, এমনকি কিছু ধনী দেশের চেয়েও ভালো।’
তিনি আরও বলেন, ‘আপনারা (যুবকরা) একটি রোবোটিক হাব তৈরি করছেন দেখে আমার হৃদয় আনন্দে ভরে যায়। এটি উজ্জ্বল দিক। জলবায়ু পরিবর্তনের বিষয়ে দাবি জানানোর জন্য জাতিসংঘে প্রতিনিধি পাঠাচ্ছেন। এটি অসামান্য।’
ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা আশ্চর্যজনক! আমাদের দেশ একটি অসামান্য দেশ। আমরা আমাদের দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছি এবং রক্ত দিয়েছি। আমরা ১৬ কোটি মানুষের খাদ্য নিশ্চিত করার সক্ষমতা অর্জন করেছি। ১৬ কোটি মানুষের এই দেশকে মাত্র ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমরা নিম্ন থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি।’
‘এই তরুণেরা, ইয়ং বাংলার এই বিজয়ীরা— তোমরাই ভবিষ্যৎ! তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি তোমরা মধ্যম আয়ের বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে রূপান্তরিত করবে। আমরা আমাদের জীবদ্দশায় তা দেখব।’
তিনি আরও বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম দিয়ে এটি অর্জন করব। আমরা নিজেদের যোগ্যতা দিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করব। আত্মবিশ্বাস এবং দেশপ্রেম থাকলে আমাদের দেশ ও মানুষের জন্য কিছু করা সম্ভব।’
তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার অনুভূতি প্রকাশ করার জন্য আমার কাছে একমাত্র শব্দটি অবশিষ্ট আছে তা হল 'অসাধারণ'। শুধু পুরস্কারপ্রাপ্তরাই নয়, ফাইনালিস্ট এবং ৬০০ জন অংশগ্রহণকারী সবাই আজ বিজয়ী।’
আরও পড়ুন: আ.লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই করছে: কাদের
‘নিঃসন্দেহে, আপনারা যেভাবে দেশ এবং এর জনগণের জন্য কাজ করছেন তা সমস্ত নাগরিক এবং বিশ্বের জন্যও একটি উদাহরণ। সাহায্যের জন্য কারও কাছে না পৌঁছে, আপনার মতো যুবকরা নিজের প্রচেষ্টা, যোগ্যতা এবং চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন। আপনি কারও জন্য অপেক্ষা করছেন না, এটি আমাদের প্রেরণা।’
শনিবার বিকাল ৩টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ পর্ব। শুরুতেই ইয়ং বাংলার কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রায় ৬০০টি যুব-নেতৃত্বাধীন সংগঠন পুরস্কারের জন্য আবেদন করেছে। এর মধ্যে ২৮ জনকে চূড়ান্ত পর্বের টিকিট দেয়া হয়েছে। শেষ পর্যন্ত পাঁচটি ক্যাটাগরিতে ১০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। দুজনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
স্বাগত বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ বিপু বলেন, ‘ছয় বছর অতি দ্রুত কেটে গেছে। আজ ইয়ং বাংলার সদস্য সংখ্যা সাড়ে তিন লাখ।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের সেরাটা দিচ্ছেন। জুরি বোর্ডে প্রতিনিধিত্ব করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সবাইকে আন্তরিক ধন্যবাদ!’
আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ: ওবায়দুল কাদের
২ বছর আগে