টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ লাইভ
টি-২০ বিশ্বকাপ ২০২২: পাকিস্তান বনাম ইংল্যান্ড ফাইনাল ম্যাচ লাইভ, সম্ভাব্য একাদশ
আজ (রবিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup Final Live) ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড (PAK vs ENG)। দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সামনে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বখেতাব জয়ের হাতছানি। মেলবোর্নে তিন দশক আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে পাকিস্তান। ১৯৯২ সালে অজিভূমে ইংল্যান্ডকে হারিয়েই ৫০ ওভারের বিশ্বকাপ জয়লাভ করেছিল পাকিস্তান। এবার একইভাবে ২০ ওভারের বিশ্বকাপ ট্রফি তোলার লক্ষ্যে বাবর আজম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ লাইভ
বাংলাদেশ বনাম ভারত লাইভ স্ট্রিমিং কখন, কোথায় ও কীভাবে তার সম্পূর্ণ বিবরণ দেখুন।
কোথায় দেখা যাবে ইংল্যান্ডের বনাম পাকিস্তান ম্যাচের লাইভ স্ট্রিমিং:
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় বোলারদের তুলোধুনা করেছেন দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। এতে চিন্তিত পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। ইংলিশদের অল্প রানে বেঁধে রাখতে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহের বিকল্প দেখছেন না বাবর আজম।
এছাড়াও বিভিন্ন ফেইচবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান ও ইংল্যান্ড ফাইনাল ম্যাচ সরাসরি দেখা যাবে।
তাছাড়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি পাকিস্তান ও ইংল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল লাইভ
পাকিস্তান ও ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে সম্ভাব্য একাদশ
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
ইল্যান্ডের সম্ভাব্য একাদশ:
অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ফিল সল্ট, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ ও ক্রিস জর্ডান।
বিশ্বকাপ ফাইনালের আগে এক নজরে পাকিস্তান বনাম ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান
- ৩০ বছর পরে ফের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড।
- ১৯৯২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের (ওয়ান ডে) ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। দু’বারের সাক্ষাতেই জিতেছিল ইংলিশ ব্রিগেড। ২০০৯ সালে ৪৮ রানে পাকিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ড। এর পর ২০১০ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড।
- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই দলই কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচে জেতেনি।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের লাইভ
বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
১ বছর আগে