অনিতা চৌধুরী
চলে গেলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতার স্ত্রী অনিতা চৌধুরী
দেশের স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনিতা চৌধুরী ‘স্কয়ার মাতা’ নামে পরিচিত এবং তিনি একজন জনহিতৈষী ছিলেন।
আরও পড়ুন: চলে গেলেন প্রবীণ সাংবাদিক রফিকুল হক ‘দাদুভাই’
অনিতা স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র এবং ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
অনিতা চৌধুরী তার চার সন্তান, নাতি-নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ তার শোক বার্তায় বলেছেন, মাতৃস্নেহে এত বিশাল দল পরিচালনায় তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনাও জানান।
আরও পড়ুন: মিরসরাই ট্রাজেডি: আয়াতের পর এবার চলে গেলেন তাসমির হাসান
চলে গেলেন ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানের সুরকার আলম খান
১ বছর আগে
অনিতা চৌধুরী’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী'র সহধর্মিণী অনিতা চৌধুরী’র মৃত্যুতে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দ. কোরিয়ায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
১ বছর আগে