ঘাড় ভেঙ্গে হত্যা
হাটহাজারীতে নারীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যা, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যা করার অভিযোগে স্বামী মো. মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৩ নভেম্বর) বিকালে র্যাব-৭ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, উক্ত আসামিকে গ্রেপ্তারের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। তারই অংশ হিসেবে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে স্ত্রী হত্যা মামলার প্রধান মোজাম্মেল হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল সাতকানিয়া থানার কেউচিয়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি জানায়, প্রায় দুই বছর আগে নিহত ভুক্তভোগী লাকির সঙ্গে মোজাম্মেল হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরিবারের লোকজনকে না জানিয়ে তারা বিয়ে করে চট্টগ্রাম শহরে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে।
লাকি হাটহাজারীর মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাইয়ুম মেম্বারের বাড়ির মৃত ফজল করিমের মেয়ে।
জানা গেছে, কিছুদিন যেতেই পারিবারিক কলহের জের ধরে লাকি একা তার ভাইয়ের বাড়িতে চলে আসে এবং পারিবারের লোকদেরকে জানায় তার স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে।
২ বছর আগে