বার্মিজ ইয়াবা
কক্সবাজারে ২ কোটি ৭ লাখ টাকার বার্মিজ ইয়াবা জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি সাত লাখ টাকা।
রবিবার কক্সবাজার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মো. মেহেদী হোসেন কবির এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৪ এর একটি দল রবিবার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ (মিয়ানমার) ইয়াবা উদ্ধার করেছে।
এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কমান্ডিং অফিসার।
ইয়াবা হলো মেথামফেটামিন (একটি শক্তিশালী আসক্তি সৃষ্টিকারী) এবং ক্যাফেইনের সংমিশ্রণ, যা ছোটো ছোটো লাল বা গোলাপী বড়ি হিসেবে বিক্রি হয়।
বাংলাদেশে ২০০২ সালে প্রথম ইয়াবা প্রচলিত হয়। এরপর থেকে এর অপব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২
১ বছর আগে