ওএমএস’র
সীতাকুণ্ডে ওএমএস’র চাল কিনতে গিয়ে ভিড়ের চাপে নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে কমদামে খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে লাইনে দাঁড়িয়ে ভিড়ের চাপে মারা গেছেন এক নারী। সোমবার দুপুরে উপজেলার পৌর সদরের কলেজ রোড সংলগ্ন ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিখা মালাকার (৩৮) নোয়াখালীর তপন মালাকার এর স্ত্রী। তবে তারা দীর্ঘদিন ধরে পৌরসভার নিজতালুক এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী একজন দিনমজুর।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু।
আরও পড়ুন: তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই সদস্য নিহত: আইএসপিআর
তিনি বলেন, টিসিবির বিক্রি করা চাল কিনতে লাইনে দাঁড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে ক্রেতাদের ভিড়ের চাপে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন শিখা মালাকার। উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাল কিনতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন ওএমএসের চাল কিনতে ডিলার রব্বানীর দোকানের সামনে লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ক্রমশই লোকজনের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে চাল শেষ হয়ে যাওয়ার শঙ্কায় হুড়োহুড়ি শুরু করেন তারা। এতে ভিড়ের চাপে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন শিখা।
ডিলার গোলাম রব্বানী বলেন,‘সকাল ৯টা থেকে খোলা বাজারে চাল দেয়ার নিয়ম হলেও লোকজন ৮টায় দোকানের সামনে এসে ভিড় জমান। চাল বিতরণের আগে তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হয়। কিন্তু দুপুরের দিকে চাল শেষ হয়ে যাওয়ায় মিথ্যা গুজবে তারা হুড়োহুড়ি শুরু করেন। এতে ভিড়ের চাপে পড়ে ওই নারী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
২ বছর আগে