টকশো
সময় ও একাত্তর টিভির টকশোতে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশোতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতারা।
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টকশোতে অংশ নেওয়া দলীয় ও কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।’
আরও পড়ুন: আ.লীগ চাপে বিনয়ী হওয়ার ভান করছে: ফখরুল
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে সময় টিভি। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
এ্যানি বলেন, ‘একাত্তর টিভির টকশো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সঙ্গে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির
১ বছর আগে
‘কোলাহলে’ জীবনের গল্প বললেন আফজাল হোসেন
দীর্ঘ তিন ঘণ্টার আলাপচারিতায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ অনুষ্ঠানে জীবনের গল্প বললেন কিংবদন্তী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
তানভীর তারেকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে তিনি ক্যারিয়ারের দীর্ঘ পথ, নিজের অভিনয় জীবন, জীবনের দর্শন, প্রেম, বিয়ে, গসিপ, বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ হিসেবে নিজের চ্যালেঞ্জসহ সমসাময়িক ফিল্ম ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে কথা বলেছেন।
তবে সেলিব্রিটি টকশোতে খানিকটা ভিন্নতা আনতেই বিভিন্ন বিষয় নিয়ে ১০টি করে প্রশ্ন করেছেন আরও তিন সাংবাদিক। তারা হলেন শ্রাবনী রাখি, অনিন্দ্য মামুন ও অপূর্ণ রুবেল।
অনুষ্ঠান প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সবার ভাবনার জগৎ বা কাজের ধারাতো একরকম না। তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভালো লাগে। তাই, এর আগে তার সঙ্গে যখন আড্ডা দিতে বসেছিলাম, কথা বলে আরাম পেয়েছি। অর্থাৎ আমার বলার আগ্রহের জায়গাগুলোতেও সে ছুঁতে পেরেছে। এই আড্ডাটিও উপভোগ করলাম।’
আরও পড়ুন: আফজাল হোসেনের চলচ্চিত্রে তানভীর তারেক
২ বছর আগে