ঢাকা-আরিচা মহাসড়ক
সাংবাদিক শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবির প্রগতিশীল শিক্ষার্থীদের
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মহাসড়কে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী এবং ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ প্রমুখ।
এসময় সৌমিক বাগচী বলেন, সাংবাদিক শামস ভাই দিনমজুর জাকিরের বরাতে যে কথা লিখেছেন, তা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা।
তিনি বলেন, ‘আমরা ব্রিটিশ ও ইয়াহিয়ার শাসনামল দেখিনি। কিন্তু আমরা আজকে তাদের প্রেতাত্মার আমল দেখছি।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের গলা টিপে ধরার সাহস দেখালে দেশ আরও একটি গণঅভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুমকি দেন এই প্রগতিশীল নেতা।
আরও পড়ুন: প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
১ বছর আগে
সাভারে ছিনতাইকারীর কবলে পটুয়াখালীর সহকারী কমিশনার
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাভারে কয়েকজন ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন।
সোমবার(১৪ নভেম্বর) মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় তিনি এই হামলার শিকার হন।
আহত আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামাল উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আবু বকর একটি প্রশিক্ষণে অংশ নিতে এখানে এসেছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬
রাতে আবু বকর সিএনবি এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আহত করে।
পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় মামলা
ময়মনসিংহে গায়ে ময়লা ছিটিয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই!
২ বছর আগে