বালিয়ামারী
কুড়িগ্রামের বালিয়ামারীতে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট চালু ডিসেম্বরে
দীর্ঘ বিরতির পর কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার অন্তর্গত বাংলাদেশ-ভারত সীমান্তের বালিয়ামারী সীমান্ত হাট ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুনরায় চালু হবে।
সোমবার বালিয়ামারী সীমান্ত হাট প্রাঙ্গণে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসক পর্যায়ের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
এসময় বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং ভারতের পক্ষে মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো হিলস আমপাতি জেলার ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রট শ্রী খারমাওফ্লাং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ২০১১ সালের ২৩ জুলাই দুই প্রতিবেশী দেশের সীমান্ত হাট চালু করা হয়।
২০১১ সাল থেকে এটি মেঘালয় রাজ্যের কালাইচর ও কুড়িগ্রাম জেলার বালিয়ামারীতে ১০৭২ আন্তর্জাতিক পিলারের ১৯ নং সাব-পিলারের কাছে জিরো পয়েন্টে নির্ধারিত ছিল।
২০২০ সালের মার্চ মাসে স্থানীয় প্রশাসন কোভিড-১৯ মহামারির কারণে সীমান্ত হাটটি বন্ধ করে। ফলে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম আকস্মিকভাবে স্থগিত হওয়ার কারণে কয়েক শতাধিক লোক তাদের চাকরি হারায়।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত আরও ১৪ দিন বন্ধ থাকবে
বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে আরও ১৪ দিন
১ বছর আগে