অভিনয়ের ক্যারিয়ার
আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
মঞ্চ নাটক দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন চঞ্চল চৌধুরী। পরবর্তী টিভি নাটক ও সিনেমায় ব্যস্তততা বাড়তে থাকে তার। তবে এরমধ্যেও মঞ্চে প্রায় দেখা যেত তাকে। কিন্তু ২০১৬ সালের আরণ্যক নাট্যদলের ‘চে’র সাইকেল নাটকের পর আর দেখা যায়নি এই অভিনেতাকে।
দীর্ঘদিন পর সেই বিরতি ভাঙছে!
এ বছরের শেষে আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’-এর পুলিশ চরিত্রে মঞ্চে দাঁড়াবেন চঞ্চল চৌধুরী। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার(১৭ নভেম্বর) ও শুক্রবার (১৮ নভেম্বর) ‘রাড়াঙ’ নাটকের ১৯৯ ও ২০০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে নতুন লুকে চঞ্চল চৌধুরী
দীর্ঘদিন পর ফেরা নিয়ে চঞ্চল চৌধুরী ইউএনবির সঙ্গে আলাপকালে বলেন, ‘মঞ্চে অভিনয় করছি না মানে দলের সঙ্গে সম্পৃক্ত নই এমনটা কিন্তু নয়। নিয়মিত আরণ্যকের সক্রিয় সদস্য। মঞ্চের সঙ্গে আমি সবসময় রয়েছি। আর অনেকদিন পর যেহেতু মঞ্চে উঠব এটি অবশ্যই অনেক আনন্দের বিষয়। কারণ এখান থেকেই আমার ক্যারিয়ার শুরু। এখন অন্যান্য ব্যস্ততার কারণে নিয়মিত কাজ করা হয় না এটা তো বাস্তবতা।’
চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘রাঢ়াঙ নাটকটির প্রায় ১৫০টি শো আমি করেছি। এখন নতুন নাটকগুলো করা হয় না। কারণ একটি নতুন প্রোডাকশনের শুরুতে কয়েক মাস মহড়াতে সময় দিতে হয়। সেটি হয়ে উঠে না। তবে বিশেষ শোগুলোতে থাকার চেষ্টা করি সবসময়।’
‘আরণ্যক’ নাট্যদলের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী বছর নাট্যোৎসবে আয়োজন হবে বলে জানা যায়।
২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে ১ ফেব্রুয়ারির পর্যন্ত।
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
১ বছর আগে