পৃথক সড়ক দুর্ঘটনা
দিনাজপুর ও নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
দিনাজপুর এবং সৈয়দপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার(২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ যাত্রী আহত এবং ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বিরল থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, বিকাল ৪টার দিকে বিরলের মঙ্গলপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৬) বিরলের কাটিগাড়ী গ্রামের বাবুলের ছেলে। এসময় পিকআপের হেলপার আহত হয়েছেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পিকআপটি জব্দ করেছেন তারা।
এর আগে দিনাজপুর রংপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন, যাদের বেশিরভাগই বাসযাত্রী।
আরও পড়ুন: নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি গেটলক বাস সৈয়দপুর বাইপাসের ওয়াবদা মোড় এলাকা পার হওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা ট্রাকের এক পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরিতগামী বাসটিকে ধাক্কা দেয়। এতে ১৯ যাত্রী আহত হয়েছেন।
১৩৪ দিন আগে
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত পৌনে ১১টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা দুর্ঘটনায় নিহত হন রিকশাচালক রমজান আলী মোল্লা (৬০)। অন্যদিকে, সাড়ে ১০টার দিকে নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তানভির রহমান (১৭)।
নিহত রমজান আলী মোল্লা সিংড়া পৌরসভার পাটকোল মহল্লার বাসিন্দা ও মৃত খাদেম আলীর ছেলে।
এ দুর্ঘটনার বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রাতে সিংড়া বাজার থেকে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী ‘জেরিন পরিবহনের’ একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
অন্যদিকে, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তানভির রহমান নামে এক কিশোর মোটরসাইকেলে করে শাখাড়িপাড়া এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হরিদাখলসি এলাকায় পৌঁছালে সড়কের খানাখন্দের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রয়েছে।
১৭৮ দিন আগে
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতের একজনের নাম নজরুল ইসলাম কালাম এবং অন্যজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
রবিবার (২৫ মে) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ফ্রেশ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ভোরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অজ্ঞাত আহত এক বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২, মেহেরপুরে ১৯ জনকে পুশ-ইন
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল বিষয়টি নিশ্চত করেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। ওই দুইজনের মৃত্যু হয়েছে।’
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘সড়কের ওপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিল। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। অপরদিকে সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম নামে একজন নিহত হন।’
১৯৩ দিন আগে
ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসিন্দা বাবুল হোসেন (৩২) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের সুভাষ লৌহকার (৭৫)।
পুলিশের তথ্যমতে, রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
অন্যদিকে, একইরাতে বাথুলি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি রূপল চন্দ্র জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৯০ দিন আগে
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।
এদিন সন্ধ্যায় মাগুরা পারনান্দুয়ালী বাসটার্মিনাল এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান নামে এক পথচারী নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
প্রায় একই সময় অপর এক ঘটনায় সদরের রামনগর ঠাকুর বাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় সজীব আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
সজীব (৩০) শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা।তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে।
২৯৩ দিন আগে
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৫
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক মারা যান।
এছাড়া একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী মারা যান।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
এদিকে আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন– জিয়ানা আক্তার ও জাহানারা বেগম। এই দুর্ঘটনায় নিহতরা সবাই বাসরা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ বলেন, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে আরাফা পরিবহনের একটি বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক মারা যান।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী।
অন্যদিকে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় অনির্বাণ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী ডলি আক্তার মারা যান।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হেলাল বলেন, লাশগুলোর সুরতহাল রিপোর্ট করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
৩৬২ দিন আগে
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
মাগুরায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মাগুরা সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) ও কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)। গুরুতর আহত হয়েছেন বোরহান মোল্যা (১৭)।
মাগুরার রামনগর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার জানান, সোমবার রাত ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কাশীনাথপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর একজন মোটরসাইকেল আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
মাগুরা হাসপাতাল ও পুলিশ জানায়, নিহত ও আহত তিনজন একই মোটরসাইকেলে সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের গৌরীচরণপুরে নিজ বাড়ি থাকে মাগুরা শহরে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা লেগে তিনজনই ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সানি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর মুহিব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বোরহান মোল্যা এখনও চিকিৎসাধীন।
মাগুরা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনা স্থান থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে।
অন্যদিকে সোমবার বিকালে সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর ফারুক হোসেন একই এলাকার জাহিদ হোসেনের ছেলে।
এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪
৪৩৭ দিন আগে
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) বাগেরহাট জেলার মোল্লাহাটে কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে আলাদা দুইটি গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খাঁর ছেলে মো. আনোয়ার (৩৫)।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল আরোহী আসাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার ২০০ গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে একটি বাসচাপায় আনোয়ার নামের এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শরিফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ভ্যানটি দেখতে পাই। আর সড়কের মাঝে একটি লাশ পড়ে ছিল। আমরা লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
৫১৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা খাতুন (৯) নামে এক শিশুসহ অজ্ঞাত এক নারীর (৫০) মুত্যু হয়েছে।
রবিবার (৩০ জুন) উপজেলার দূর্লভপুর ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
বর্ষা খাতুন বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী এলাকার আব্দুর রশিদের মেয়ে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় বর্ষার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, অপরদিকে রবিবার দুপুর পৌনে ১২টায় ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সি অজ্ঞাত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক।
ওসি আরও বলেন, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় খুবির সাবেক শিক্ষার্থী নিহত
৫২২ দিন আগে
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বারাইহাট সড়কে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী নিহত হন।
নিহত জাহানারা বেগম (৫০) পাবর্তীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রামানিকের স্ত্রী। অটোচালক নজরুল (৪৮) ফুলবাড়ী উপজেলার সুজালপুরের মৃত্যু খাজের উদ্দিন মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘অটোরিকশার আরও দুই আরোহী আবুল কাশেম এবং তার স্ত্রী জাহানার বেগমকে গুরুত্বর আহত অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।’
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনি জানান, ট্রাক চালকের শাস্তি ও হতাহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘণ্টা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বারাইহাট এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে আটকা পড়ে বাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ যানবাহন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, ‘আন্দোলনকারীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।’
অপরদিকে, একই মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় গরু বহনকারী নছিমনের ধাক্কায় অটোভ্যানের যাত্রী আলতাব হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আলতাব হোসেন (৪৫) হাকিমপুর উপজেলার ষষ্টিপুর গ্রামের রহমান আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনায় রিক্সাভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। গরুবাহী নছিমনটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
৫৩৯ দিন আগে