পৃথক সড়ক দুর্ঘটনা
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
মাগুরায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মাগুরা সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) ও কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)। গুরুতর আহত হয়েছেন বোরহান মোল্যা (১৭)।
মাগুরার রামনগর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার জানান, সোমবার রাত ৯টার দিকে মাগুরা সদর উপজেলার কাশীনাথপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর একজন মোটরসাইকেল আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
মাগুরা হাসপাতাল ও পুলিশ জানায়, নিহত ও আহত তিনজন একই মোটরসাইকেলে সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের গৌরীচরণপুরে নিজ বাড়ি থাকে মাগুরা শহরে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা লেগে তিনজনই ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সানি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর মুহিব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বোরহান মোল্যা এখনও চিকিৎসাধীন।
মাগুরা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনা স্থান থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে।
অন্যদিকে সোমবার বিকালে সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর ফারুক হোসেন একই এলাকার জাহিদ হোসেনের ছেলে।
এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৪৪
১ মাস আগে
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) বাগেরহাট জেলার মোল্লাহাটে কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে আলাদা দুইটি গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খাঁর ছেলে মো. আনোয়ার (৩৫)।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল আরোহী আসাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার ২০০ গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে একটি বাসচাপায় আনোয়ার নামের এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শরিফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ভ্যানটি দেখতে পাই। আর সড়কের মাঝে একটি লাশ পড়ে ছিল। আমরা লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
৪ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা খাতুন (৯) নামে এক শিশুসহ অজ্ঞাত এক নারীর (৫০) মুত্যু হয়েছে।
রবিবার (৩০ জুন) উপজেলার দূর্লভপুর ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
বর্ষা খাতুন বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী এলাকার আব্দুর রশিদের মেয়ে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় বর্ষার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, অপরদিকে রবিবার দুপুর পৌনে ১২টায় ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সি অজ্ঞাত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক।
ওসি আরও বলেন, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় খুবির সাবেক শিক্ষার্থী নিহত
৪ মাস আগে
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার বারাইহাট সড়কে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী নিহত হন।
নিহত জাহানারা বেগম (৫০) পাবর্তীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রামানিকের স্ত্রী। অটোচালক নজরুল (৪৮) ফুলবাড়ী উপজেলার সুজালপুরের মৃত্যু খাজের উদ্দিন মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘অটোরিকশার আরও দুই আরোহী আবুল কাশেম এবং তার স্ত্রী জাহানার বেগমকে গুরুত্বর আহত অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।’
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনি জানান, ট্রাক চালকের শাস্তি ও হতাহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘণ্টা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বারাইহাট এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে আটকা পড়ে বাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ যানবাহন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, ‘আন্দোলনকারীদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেয়া হয়।’
অপরদিকে, একই মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় গরু বহনকারী নছিমনের ধাক্কায় অটোভ্যানের যাত্রী আলতাব হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আলতাব হোসেন (৪৫) হাকিমপুর উপজেলার ষষ্টিপুর গ্রামের রহমান আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনায় রিক্সাভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। গরুবাহী নছিমনটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
৫ মাস আগে
ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১১ মে) উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
নিহতরা হলেন- আবুল কাশেম শেখ, তার ভাই নাজমুল শেখ, ৮ বছর বয়সী মুরসালীন এবং ভাঙ্গা কেএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবন্তী।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী এলাকায় একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে হাসপাতালে নেওয়ার পরে তিনজনের মৃত্যু হয়।
অপর ঘটনায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কৈডুবি সদরদীতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি ইজিবাইককে অন্য একটা গাড়ি ধাক্কা দেয়। এতে ভাঙ্গা কেএম কলেজের এক ছাত্রী শ্রাবন্তীর মৃত্যু হয়।
নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
৬ মাস আগে
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নার্গিস খাতুন ও আরশেদ প্রামাণিক নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
আরও পড়ুন: জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় গ্যাস অফিসের কাছে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রামের সেলিমের স্ত্রী নার্গিস খাতুন ও শেলাচাপড়ী গ্রামের আরশেদ প্রামাণিক।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হন। এ সময় অটোভ্যান চালক আহত হয়।
অপরদিকে, উপজেলার বাঘাবাড়ী গ্যাস অফিসের সামনে একটি ট্রাক একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত ও ৫ জন আহত হয়েছে।
ওসি আর বলেন, আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংক-লরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
চট্টগ্রামে সড়ক নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে চসিক-সিএমপি
৬ মাস আগে
গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈদের দিনে খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলী হোসেন ও মেহেদী হাসান পায়েল নামে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বটতলী ও বড়পিলাক এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গুইমারার বটতলী এলাকায় একটি মোটরসাইকেলকে শান্তি পরিবহনের বাস চাপা দিলে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার বড়পিলাক এলাকায় মেহেদী হাসান পায়েল মোটরসাইকেল থেকে পড়ে গেলে অপরদিক থেকে আসা আরেকটা মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মেহেদী হাসান পায়েল বড়পিলাক এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৭ মাস আগে
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামের পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
রবিবার (৭ এপ্রিল) ফটিকছড়ি ভূজপুর কাজিরহাট ও হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল রাস্তার মাথায় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. শাকিল (২০) ও শোরনীল মহাজন (১)।
আহতরা হলেন- শিশু রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো. ইউসুফ (৩৬), শাশ্বত ঋত্বিক মহাজন (৩৪), ঋদ্ধি দাস (১৪) ও মনীষা দাস (২৪)।
নিহত শিশু শোরনীল পুলিশ সদস্য শাশ্বত ঋত্বিক মহাজনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে বন্ধুর ইফতারের দাওয়াতে যাওয়ার সময় শাকিল কাজিরহাটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় চারজন রোগী আসে। একজন মারা গেছে।
তিনি আরও বলেন, মৃতের লাশ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর শোরনীল মহাজন নামের এক শিশুর মৃত্যু হয়। একই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিস বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে আর বাকিরা সবাই চিকিৎসাধীন।
৭ মাস আগে
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকালে মীরসরাইয়ের বড়তাকিয়া ও সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মহিউদ্দিন ও আলেয়া বেগম।
আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রলি মহিউদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। গাড়িটি চালকসহ আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কুমিরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: মোংলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৭ মাস আগে
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) বোয়ালখালীতে ট্রাক উল্টে চালক আজিজুর রহমান (৩৮) এবং রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক মোহাম্মদ আবদুল হান্নানের (৩৪) মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি মাছবোঝাই ট্রাক রাঙ্গুনিয়ার মরিয়মনগর বাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাট আসছিল। দুটি গাড়ি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশাচালক আবদুল হান্নানের। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়।
আরও পড়ুন: পাবনায় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে বোয়ালখালীর কানুনগোপাড়া শ্রীপুর বুড়া মসজিদ সড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ধানের জমিতে পড়ে উল্টে পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান চালক আজিজুর রহমান। তিনি পটিয়ার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে।
বোয়ালখালী থানার এসআই নুরে আলম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় ট্রাকটি। ট্রাকের ভেতর চাপা পড়ে মারা যান চালক। চালকের লাশ স্বজনরা পটিয়ায় নিয়ে গেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী-ছেলে আহত
৮ মাস আগে