৩দিন
বিএসএফ ধরে নেয়ার ৩দিন পর মিলল কৃষকের লাশ
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি এক কৃষককে ধরে নেয়ার তিনদিন পর তার লাশ দেখতে পায় স্থানীয়রা। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকার ৬৪ নং পিলারের ৯-১০ নং পিলারের একশ গজ ভিতরে স্থানীয়রা নিহতের লাশ দেখে বিজিবিকে খবর দেয়।
নিহত মেজবাহ উদ্দিন (৪৭) পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয় কাউন্সিলর, গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে উপজেলার বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে ধান কাটাছিলেন মেজবাহ উদ্দিন। এসময় ভারতীয় বিএসএফ ওই সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে এবং মেজবাহ উদ্দিনকে পেয়ে আটক করে নিয়ে যায়। মেজবাহ উদ্দিনের স্ত্রী মরিয়ম ও তার পরিবার বিষয়টি ওইদিনই স্থানীয় বিজিবি ও পুলিশ প্রশাসনকে অবহিত করে।
আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন জানান, নিখোজেঁর পরদিন সোমবার সকাল ১১টা, দুপুর ২টা এবং বিকাল সাড়ে ৫টায় পর পর তিনবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করেন। কিন্তু মেজবাহ উদ্দিনকে ধরে নেয়ার বিষয়টি বিএসএফ অস্বীকার করে।
নিহত মেজবাহ উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার জানান, রবিবার বিকালে মেজবাহ সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাকে আটক করে। পরে ঘটনাস্থলেই তাকে কিল, ঘুষি ও লাথি দিতে দেখা যায়। এ সময় তিনটি গুলির শব্দ শোনা যায়। এরপর তিনদিন আশপাশে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে তার লাশ কাঁটাতারের একশ গজ ভিতরে জঙ্গলের ভিতরে ফেলে দেয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, ভারতের কাঁটাতারের একশ গজের ভিতরে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেয়। তবে ওই লাশের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, স্থানীয়রা দাবি করছেন তিনদিন আগে ওই ব্যক্তিকে বিএসএফ ধরে নিয়ে হত্যা করে জঙ্গলে ফেলে দিয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কার্যক্রম প্রক্রিয়াধীন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তিনদিন আগে বিএসএফ একজনকে ধরে নিয়ে গেছে। বুধবার সকালে একটি লাশ পরে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। যেহেতু ভারতীয় সীমান্তবর্তী এলাকা তাই বিজিবি আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ উদ্ধার করবে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক কৃষক মারা গেছেন, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়েছি।
তিনি বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে।
আরও পড়ুন: রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় রেললাইনে কিশোরীর লাশ উদ্ধার
১ বছর আগে