যুবলীগকর্মীর মামলা
সিলেটে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগকর্মীর মামলা
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বুধবার সকালে (১৬ নভেম্বর) স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় সাড়ে তিনশ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২৪ জনের নাম উল্লেখ করে ও বাকিদের অজ্ঞাত রেখে ওসমানীনগর থানায় মামলা করেন গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সংগঠনিক সম্পাদক ও উপজেলার শশারকান্দি গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।
রিপন মামলায় উল্লেখ করেন- জন্মদিন উপলক্ষে রিপন তার কয়েকজন বন্ধুদের নিয়ে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালাবাজারের সাজু রেস্টুরেন্টের সামনে আরও কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এসময় গোয়ালাবাজারের দক্ষিণ দিকে থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে হঠাৎ রিপন ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এসময় হামলকারীদের মারপিটে রিপন আহত হন।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
এ ঘটনায় পুলিশ পরে উপজেলার ইছামতি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ফয়ছল আহমদ লিমন (২৭) ও রবিদাস সোনারপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. নুরুল ইসলাম (৩২) নামের দু’জনকে গ্রেপ্তার করে। বুধবার তাদের আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার লিমন ও নুরুল ছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২০০থেকে ৩০০জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ওসানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, গ্রেপ্তার দু’জনকে যুবলীগ নেতার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগরের বিভিন্ন এলাকায় ১৯ নভেম্বরের সিলেটের বিভাগীয় মহাসমাবেশের প্রচারপত্র বিলি করতে আসেন।
বিকালে উপজেলার স্থানীয় উত্তর গোয়ালাবাজারের নিউ প্লাজার সামনে প্রচারপত্র বিলি করতে গেলে সেখানে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানা যায়।
আরও পড়ুন: কক্সবাজারে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সাংবাদিক রোজিনার মামলায় ডিবির প্রতিবেদনে শুনানি ১৫ জানুয়ারি
১ বছর আগে