১৫ কোটি টাকা
বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
বেনাপোল আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১১২টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস বার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
আটককৃতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক(২৭) ও চাঁদপুর জেলার মতলব উওর থানার কালিপুর বাজার এলাকারে বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার(৩২)।
খুলনা ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিপুল পরিমাণের একটি সোনার চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ সময় একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১৫ কোটি ৬৫ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বিজিবি।
আরও পড়ুন: ঝিনাইদহে সাড়ে ১২ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১
২ বছর আগে