নানি-নাতি
মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দ, নানি-নাতি গ্রেপ্তার
মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ নানি-নাতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, ইউপি চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন মিয়া (১৯)। সম্পর্কে তারা নানি ও নাতি।
র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান বলেন, পাচারের উদ্দেশ্যে বাড়িতে ফেনসিডিলের চালান রয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে নানি ও নাতি পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ঘর থেকে জব্দ করা হয় ১৩২ বোতল ফেনসিডিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মনিরুজ্জামান।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪
৫ মাস আগে
রাঙ্গুনিয়ায় পানির স্রোতে ভেসে গেল নানি-নাতি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পানির স্রোতে ভেসে গেছে নানি-নাতি।
সোমবার (১০ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্ক খালে এই ঘটনা ঘটে।
নিখোঁজের পর থেকে উদ্ধারে চেষ্টা করছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ নানী-নাতি।
আরও পড়ুন: আবারও তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস
নিখোঁজ দুজন হলেন- রোকেয়া বেগম ও তার নাতি মোহাম্মদ ইসমাঈল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামের খালের অপর পাড়ে খীলাটিলা নামক জায়গায় রোকেয়া বেগমের খামার রয়েছে। সেখানে তার গৃহপালিত গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তার এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন। যাওয়ার পথে তীব্র বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক্কা খাল পায়ে হেঁটে পাড় হওয়ার চেষ্টা করেন তারা। এসময় বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়েন তারা তিনজনেই। একজন কোনরকম উঠে আসতে পারলেও নানী-নাতি স্রোতের টানে ভেসে যায়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। রাঙামাটি থেকে দুইজন ডুবুরি আনা হয়েছে। তারাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। সম্ভাব্য শিয়ালবুক্কা খালের সঙ্গে সংযুক্ত ইছামতী নদীর পর্যন্ত আমরা খোঁজ চালাচ্ছি। উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩
৬ মাস আগে
গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির
গাইবান্ধায় বাসচাপায় নানি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতি টিয়া মনি (৫)।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত
গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতির সঙ্গে তুলসিঘাটে আসে টিয়া মনি। এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশু টিয়া। তাকে বাঁচাতে পিছনে দৌড় দেন শিশুটির নানি সাবিনা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের এটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: কোটালীপাড়ায় বাসচাপায় শিক্ষার্থী নিহত
সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২ বছর আগে