নিহত ২০
সিলেটে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ২৪
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৪ জন।
শনিবার (৫ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা), সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সেপ্টেম্বরে সিলেট জেলায় ১০টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত এবং সুনামগঞ্জে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
এছাড়া মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত এবং হবিগঞ্জে ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সেপ্টেম্বরে দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী। সিএনজি, লেগুনাচালক ও যাত্রী ৩ জন এবং ৫ জন পথচারী।
এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
আরও পড়ুন: সিলেটে সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ সিএনজি অটোরিকশা নিষিদ্ধ
সিলেটে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
১ মাস আগে
পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে নিহত ২০, আহত ১৩
পাকিস্তানে দক্ষিণ সিন্ধু প্রদেশে যাত্রীবাহী একটি ভ্যান খাদে পড়ে অন্তত ২০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির সেহওয়ান এলাকায় একটি মন্দিরে যাওয়ার পথে ভ্যানটি একটি প্রধান সড়ক সংলগ্ন খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওই ভ্যানটি পড়েছিল, দুই মাস আগেও বন্যার পানি নিষ্কাশনের জন্য কর্তৃপক্ষ সেখানে বেশ কয়েকটি গর্ত তৈরি করেছিল।
আরও পড়ুন: ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে 'গণহত্যা' ঘোষণা করুন: মার্কিন কংগ্রেস সদস্যদের রেজ্যুলেশন পেশ
এছাড়া ভারী বন্যার সময় মহাসড়কটি বন্ধ ছিল এবং সম্প্রতি ওই এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করায় যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
তবে পুলিশ জানায় যে, মহাসড়কের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেটি বন্ধ ছিল। রাস্তায় একটি ডাইভারশন ছিল, তবে চালক অতিরিক্ত গতির কারণে ব্যারিকেডগুলো লক্ষ্য করেনি।
এছাড়া নারী ও শিশুসহ আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: শাহরুখ ও সালমানের চেয়ে অনেক ভালো অভিনেতা ইমরান খান: পাকিস্তানের রাজনীতিবিদ
ইমরান খানের ওপর হামলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
২ বছর আগে