দুই মোটরসাইকেল
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হাসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার শিশুসন্তানসহ তিনজন আহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে শেরপুর-বনগা সড়কে শহরের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
নিহত গৃহবধূ হাসি বেগম (৩৫) ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমানের স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্বামী মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য দুইজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তার পেছনে বসে থাকা স্ত্রী ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়লে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত দুই মোটরসাইকেল চালক ও শিশুকন্যাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আহত মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫৪
৩ সপ্তাহ আগে
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দম্পতি নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলেসহ আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কে শহরের সাহাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আনছার ভিডিপি সদস্য এনামুল হক ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুন। এনামুল হক ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ওই দম্পত্তি তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে নওগাঁ শহর থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেল নওগাঁ-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের সাহাপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক-বৃষ্টি খাতুন দম্পত্তি। তবে ভাগ্যক্রমে তাদের পাঁচ বছর বয়সী শিশু সন্তান জুনাইদ ইসলাম বেঁচে যায়।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত জুনাইদ ইসলাম ও মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদও মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুইটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
দিনাজপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৭ মাস আগে
মিঠামইনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম বারোমাসি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের বরুণপুর গ্রাম সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
নিহত হারুন ভূইয়া (৪৮) অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রামের রউফ ভূঁইয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন হারুন অষ্টগ্রাম থেকে মোটরসাইকেলে ইটনা যাচ্ছিলেন।
পথে দু’টি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে হারুন নিহত হন।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
১ বছর আগে
ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার দুইজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই ব্যক্তি হলেন- সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার রিমন (১৮) ও একই উপজেলার সারেং ডাঙ্গী এলাকার তামিম (১৭)। আহত হীরা (১৯) একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার বাসিন্দা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘দুপুর আড়াইটার দিকে আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের কাছে মনিকোঠাগামী মোটরসাইকেলের সঙ্গে সদরপুরগামী আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’
এতে তিনজনই গুরুতর আহত হন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, ‘স্থানীয়রা রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। আহত হীরা এখন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’
আরও পড়ুন: মোটরসাইকেলকে বাসের ধাক্কায় একই পরিবারে নিহত ৩
নাইজেরিয়ায় ৭ বন্দুকধারী নিহত
পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে নিহত ২০, আহত ১৩
২ বছর আগে