মুদ্রা বিনিময়
মুদ্রা বিনিময় ও বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও তার দেশ নিজেদের আর্থিক সহযোগিতা আরও গভীর করতে একসঙ্গে কাজ করছে।
শুক্রবার ঢাকার একটি হোটেলে ‘চায়না’স নিউ জার্নি’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চীন বাংলাদেশের সঙ্গে কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।’
রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
রাষ্ট্রদূত লি আরও বলেন, ‘বৈঠকগুলোতে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি যে আমাদের সত্যিই কিছু ব্যবস্থা নেয়া উচিত। এগুলো হচ্ছে- মুদ্রা বিনিময় ব্যবস্থা ও চীনা ইউয়ান বা রেনমিনবি (আরেমবি) এর সঙ্গে বাণিজ্যের ছাড়পত্রসহ আরও বেশ কয়েকটি বিষয়।’
তিনি বলেন, ‘কিন্তু উল্লেখযোগ্য কিছু অর্জন করার আগে আমাদের অনেক প্রযুক্তিগত সমস্যা ও অসুবিধাও আছে যেগুলো কাটিয়ে উঠতে হবে।’
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চেষ্টা করছে চীন: রাষ্ট্রদূত লি জিমিং
চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে নেতৃত্বের পরিবর্তন আসছে না
চীন ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না: রাষ্ট্রদূত লি
২ বছর আগে