নাগরিক আব্বাস
কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস
ভারতীয় নাগরিক আব্বাস মণ্ডল দীর্ঘদিন বাংলাদেশে কারাভোগ শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরে যান। কাগজপত্রে জটিলতার থাকায় গত অক্টোবর মাসে দেশে ফিরতে পারেননি তিনি। তবে শনিবার (১৯ নভেম্বর ) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ৭৬ নং মেইন পিলারের কাছে শূন্য রেখায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত যাওয়া আব্বাস মণ্ডল (৩৫)ভারতের নদীয়া জেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মান্দার মণ্ডলের ছেলে । তবে আব্বাস মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ না। মাঝেমধ্যে তিনি এলোমেলো কথাবার্তা বলতেন।
আরও পড়ুন: ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম বলেন, আব্বাস মণ্ডল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রেবেশ করেন ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে এ ঘটনায় একই দিন দামুড়হুদায় থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশে একটি মামলা হয়। এ মামলায় আমলী ১ম আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
সাজাভোগ শেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আব্বাস মণ্ডলকে প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর দেশে ফেরত পাঠানো হলো। শনিবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পর্ণ হয়।
আব্বাস মণ্ডলের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার ভাতিজা আদম মণ্ডল। তিনি তার চাচাকে গ্রহণ করে বাড়ি নিয়ে যান।
ভারতীয় নাগরিক হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম, দর্শনা থানার এসআই ফজলুর রহমান, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জহির উদ্দিন বাবু ও এনজিও কর্মী ইউনুচ আলি।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র পাল, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার অশক কুমার, কৃঞ্চগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি ও এনজিও কর্মী চিত্ত রঞ্জন।
আরও পড়ুন: আইটেক অ্যালামনাইগণ ভারত- বাংলাদেশের বন্ধুত্বের প্রদর্শন: হাইকমিশনার
কুড়িগ্রামের বালিয়ামারীতে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট চালু ডিসেম্বরে
২ বছর আগে