আইসিসিবি
এক মঞ্চে ৩০ ব্যান্ডের কনসার্ট
আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’।
ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
এগুলো হলো- ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’।
এছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ প্রমুখ।
দ্বিতীয় দিন পারফর্ম করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’।
এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে।
শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো।
পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।
‘ঢাকা সামার কন’ শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি আরও অনেক আয়োজন থাকছে।
যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।
ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন ইউএনবিকে বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি’।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোমবার অনুষ্ঠিত এক ইভেন্টে অপো দেশের বাজারে রেনো সিরিজের সর্বশেষ সংযোজন-অপো রেনো এইট টি স্মার্টফোন উন্মোচন করেছে। অনুষ্ঠানে অপো’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অলরাউন্ডার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাকিব সবাইকে নিজের প্যাশনের প্রতি অনুগত থাকার জন্য অনুপ্রাণিত করেন।
রেনো সিরিজের ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা।
এই ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা বাংলাদেশের সৌন্দর্য নিখুঁতভাবে কামেরাবন্দী করতে পারবেন।
ডিভাইসটিতে আরও আছে অত্যাধুনিক ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন, ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন, সার্টিফাইড এসজিএস আই কেয়ার ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারিসহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার। অপো রেনো এইট টি ফোনের মূল্য মাত্র ৩২ হাজার ৯৯০ টাকা।
ইমেজিং, ডিজাইন ও পারফরমেন্সের নতুন অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো রেনো এইট টি ফোনে বিভিন্ন আপগ্রেডেশন করা হয়েছে। ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৪০x মাইক্রোলেনসসহ অপো রেনো এইট টি ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা এবং ভালো মানের প্রোফেশনাল ছবি তুলতে সাহায্য করবে।
প্রাণবন্ত সেলফি তোলার জন্য এই ফোনে আছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: বিশ্ববাজারে অপোর নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ফাইন্ড এন২ ফ্লিপ
১ বছর আগে
বিসিএমইএ’র আন্তর্জাতিক সিরামিক এক্সপো ২৪ নভেম্বর শুরু
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) তৃতীয়বারের মতো দেশের সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের বিশ্বব্যাপী তুলে ধরতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সিরামিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। ২০১৭ সাল থেকে সংগঠনটি এমন আয়োজন করে আসছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রাজধানীতে ২ দিনব্যাপী সিরামিক আর্ট প্রজেক্ট শুরু
প্রদর্শনীটি এই বছর ১৫টিরও বেশি দেশের ৯০ জন প্রদর্শক এবং ২০০টি ব্র্যান্ড আয়োজন করবে। প্রদর্শনীটি বিভিন্ন দেশ থেকে ৩০০টিরও বেশি প্রতিনিধি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিরামিক প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে।
সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২-এর অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বাংলাদেশের সিরামিক শিল্পের প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর পাঁচটি সেমিনার। এমনকি বিকাশমান শিল্পে কর্ম প্রত্যাশীদের জন্য একটি চাকরি মেলাও হবে।
সেরা প্রদর্শকদের তাদের সৃজনশীলতা এবং সম্পৃক্ততার স্বীকৃতি দেয়ার জন্য পুরস্কার প্রদান অনুষ্ঠানও থাকবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে বিসিএমইএর সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা ও বিসিএমইএর সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন এ তথ্য জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএমইএর সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাম, পরিচালক আব্দুল হাকিম সুমন, রশিদ মাইমুনুল ইসলাম ও রুসলান নাসির প্রমুখ।
প্রদর্শনীতে বিনামূল্যে নিবন্ধন ও প্রবেশ করা যাবে। অনুষ্ঠান চলাকালীন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গেট খোলা থাকবে।
আকিজ সিরামিকস লিমিটেড এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা। শেলটেক সিরামিক এবং ডিবিএল সিরামিক প্ল্যাটিনাম স্পন্সর এবং মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ, বিএইচএল সিরামিক এবং আরও দু’টি আন্তর্জাতিক কোম্পানি, এইচএলটি ডিএলটি টেকনোলজি এবং এসএসিএমআই ইমোলা এসসি এসপিএ অনুষ্ঠানটির সহ-স্পন্সর করছে।
আরও পড়ুন: সিরামিক শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
১ বছর আগে