ফিফা বিশ্বকাপ-২০২২
ফিফা বিশ্বকাপ-২০২২: আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু
ফিফা বিশ্বকাপ-২২, পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল আসর, রবিবার (২০ নভেম্বর) মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে প্রথমবারের মতো শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার ইকুয়েডরের মুখোমুখি হবে।
উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় আল খোর শহরের ৬০ হাজার ধারণ ক্ষমতার আল বায়েত স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯টায় একটি জমাকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার কে-পপ গ্রুপের সদস্য জং কুক, ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড গ্রুপ ব্ল্যাক আইড পিয়ার, কলম্বিয়ান গায়ক জে বাইভিন, নাইজেরিয়ান মিউজিশিয়ান প্যাট্রিক নায়েমেকা আমেরিকান র্যাপার লিল বেবি এবং কলম্বিয়ান বিখ্যাত গায়িকা সাকিরা পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে। যদিও আয়োজকরা অভিনয়কারীদের নাম প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
সারা বিশ্ব থেকে মোট ৩২টি শীর্ষস্থানীয় ফুটবল দেশ, চারটি টিম আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। সারা বিশ্বের ফুটবল পাগল ভক্তদের পাশাপাশি বাংলাদেশি ভক্তদের বিপুল উৎসাহের মধ্যে প্রাথমিকভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শোতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২১১টি ফিফা সদস্য দেশ থেকে ৩১টি দেশ, ছয়টি মহাদেশীয় কনফেডারেশন থেকে, ফিফা বিশ্বকাপ কাতার২০২২ এর মূল আসরের জন্য বাছাই করেছে। কাতার স্বয়ংক্রিয়ভাবে হেভিওয়েট ফুটবল আয়োজক দেশ হিসাবে যোগ্যতা অর্জন করেছে।
৩২টি অংশগ্রহণকারী দেশের মধ্যে, ১৩টি ইউরোপ থেকে, ছয়টি এশিয়া থেকে, পাঁচটি সিএএফ থেকে এবং চারটি কনক্যাক্যাফ এবং কনমেবল থেকে এসেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ জ্বরে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত কুষ্টিয়া!
গ্রুপগুলো হলো:
গ্রুপ এ- কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।
গ্রুপ বি- ইংল্যান্ড, আইআর ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়ালস
গ্রুপ সি- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড
গ্রুপ ডি- ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া
গ্রুপ ই- স্পেন, কোস্তারিকা, জার্মানি ও জাপান
গ্রুপ এফ- বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া
গ্রুপ জি- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন
গ্রুপ এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও কোরিয়া প্রজাতন্ত্র
আটটি গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ দুটি দল ১৬ পর্বে উঠবে।
ম্যাচগুলো কাতারের পাঁচটি প্রধান স্থানের আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমস্ত ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রিত যেখানে স্টেডিয়ামের মধ্যে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমানোর জন্য শীতাতপ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
যে পাঁচটি শহরে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হলো লুসাইল, আল খোর, দোহা, আল রায়ান এবং আল ওয়াকরাহ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য এখানে আটটি স্টেডিয়াম রয়েছে।
বিশ্বকাপের ভেন্যুগুলো হল:
লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল সিটি (ধারণক্ষমতা ৮০ হাজার)
আল বায়ত স্টেডিয়াম, আল খোর সিটি (ধারণক্ষমতা ৬০ হাজার)
স্টেডিয়াম ৯৭৪, দোহা সিটি (ধারণ ক্ষমতা ৪০ হাজার)
আল থুমামা সিটি স্টেডিয়াম, দোহা (ধারণক্ষমতা ৪০ হাজার)
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম (আল রাইয়ান সিটি (ক্ষমতা ৪৫ হাজার ৪১৬)
এডুকেশন সিটি স্টেডিয়াম (আল রাইয়ান সিটি (ক্ষমতা ৪৫ হাজার ৩৫০)
আহমদ বিন আলী স্টেডিয়াম, আল ওয়াকরাহ সিটি, (ধারণক্ষমতা ৪৪ হাজার ৭৪০)
আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরাহ সিটি (ধারণক্ষমতা ৪০ হাজার)
গ্রুপ পর্বের ম্যাচগুলো ২০ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৬ পর্বের রাউন্ড ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৯ থেকে ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল, ১৪ এবং ১৫ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফা বিশ্বকাপ-২০২২ গ্রুপ পর্বের প্রথম সপ্তাহের জন্য (বাংলাদেশের মান অনুযায়ী) ম্যাচ।
ম্যাচ ১: কাতার বনাম ইকুয়েডর, তারিখ- ২০ নভেম্বর , সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ২: ইংল্যান্ড বনাম ইরান, তারিখ- ২১ নভেম্বর | সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ৩: সেনেগাল বনাম নেদারল্যান্ডস, তারিখ- ২১ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ৪: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস, তারিখ- ২২ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ৫: আর্জেন্টিনা বনাম সৌদি আরব, তারিখ- ২২ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ৬: ডেনমার্ক বনাম তিউনিসিয়া, তারিখ- ২২ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ৭: মেক্সিকো বনাম পোল্যান্ড, তারিখ- ২২ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ৮: ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, তারিখ- ২৩ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ৯: মরক্কো বনাম ক্রোয়েশিয়া, তারিখ- ২৩ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ১০: জার্মানি বনাম জাপান, তারিখ- ২৩ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ১১: স্পেন বনাম কোস্টারিকা, তারিখ- ২৩ নভেম্বর , সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ১২: বেলজিয়াম বনাম কানাডা, তারিখ- ২৪ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ১৩: সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, তারিখ- ২৪ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ১৫: উরুগুয়ে বনাম কোরিয়া প্রজাতন্ত্র, তারিখ-২৪ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ১৫: পর্তুগাল বনাম ঘানা, তারিখ- ২৪ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ১৬: ব্রাজিল বনাম সার্বিয়া, তারিখ- ২৫ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ১৭: ওয়েলস বনাম ইরান, তারিখ- ২৫ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ১৮: কাতার বনাম সেনেগাল, তারিখ- ২৫ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ১৯: নেদারল্যান্ড বনাম ইকুয়েডর, তারিখ- ২৫ নভেম্বর, সময়- রাত ১০টা (বিএসটি)
ম্যাচ ২০: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড, তারিখ- ২৬ নভেম্বর, সময়- ১ টা (বিএসটি)
ম্যাচ ২১: অস্ট্রেলিয়া বনাম তিউনিসিয়া, তারিখ- ২৬ নভেম্বর, সময়- বিকাল ৪টা (বিএসটি)
ম্যাচ ২২: পোল্যান্ড বনাম সৌদি আরব, তারিখ- ২৬ নভেম্বর, সময়- সন্ধ্যা ৭টা (বিএসটি)
ম্যাচ ২৩: ফ্রান্স বনাম ডেনমার্ক, তারিখ- ২৬ নভেম্বর, সময়- ১০ পিএম।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
১ বছর আগে