দীর্ঘ
হবিগঞ্জে শিক্ষা কর্মকর্তার দীর্ঘ বক্তৃতা, ১৮ ছাত্রী অসুস্থ
হবিগঞ্জের বানিয়াচংয়ের একটি স্কুলে জেলা শিক্ষা অফিসারের দীর্ঘ বক্তৃতা চলাকালে গণহারে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে।
বুধবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। সকালে ওই স্কুল মাঠে এসেম্বলি চলাকালীন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন।
আরও পড়ুন: অসুস্থ রওশনকে সংসদের বিরোধী দলীয় নেতা থেকে সরাতে চায় জাপা
বিদ্যালয় সূত্রে জানা যায়, রোদে দাঁড়িয়ে জেলা শিক্ষা কর্মকর্তার প্রায় ৪০ মিনিটের বক্তব্য শোনার সময় একে একে ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারা শ্বাসকষ্টে ভুগতে থাকে।
এমতাবস্থায় তাদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের মধ্যে ৮ম শ্রেণির ঝুমা আক্তার, বৈশাখী চন্দ, ও ৯ম শ্রেণির রিনা আক্তার গুরুতর অসুস্থ হলে তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠনো হয়।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, সাধারণত এসেম্বলী ১৫ মিনিট চলে। বুধবার জেলা শিক্ষা কর্মকর্তা আমাদের স্কুলে পরিদর্শনে আসার পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীর্ঘক্ষণ পরামর্শমূলক বক্তব্য দেন। এ সময় হঠাৎ ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। সকালে অনেক শিক্ষার্থীই না খেয়ে আসে। চিকিৎসা দেয়ার পর বর্তমানে সবাই সুস্থ রয়েছে। অসুস্থ ছাত্রীরা হলেন ৯ম শ্রেণির নিপা আক্তার, শ্রাবনী আক্তার, শামীমা, অপি আক্তার, রিনা আক্তার, তানিয়া রহমান, তাহমিনা, মারিয়া আক্তার, ৮ম শ্রেণির হেলেনা আক্তার, মিতু আক্তার, বৈশাখী চন্দ, উষা আক্তার, ঝুমা আক্তার, ষষ্ট শ্রেণির রূপালী, প্রমি শীল। বাকি তিনজনের নাম জানাতে পারেনি শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল।
হবিগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মমিন উদ্দিন বলেন, ছাত্রীরা মাস সাইকোলজিক্যাল ইলনেসে আক্রান্ত হয়েছিল। চিকিৎসায় তারা সুস্থ হয়ে যাওযায় বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতে বিষাক্ত মদ পানে ২৮ জনের মৃত্যু, ৬০ জন অসুস্থ
ধান মজুতের অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে ব্যবসায়ীরা: খাদ্যমন্ত্রী
১ বছর আগে
মাগুরায় এবার সাড়ে ৭ কি. মি. দীর্ঘ জার্মান পতাকা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে উন্মাদনার অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সাড়ে সাত কিলোমিটার লম্বা জার্মানির পতাকা প্রদর্শন করা হয়েছে। শুক্রবার এ পতাকা প্রদর্শন করা হয়।
জার্মানি দলের সমর্থক মাগুরার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন এই সাড়ে সাত কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরি করেছেন।মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে এই পতাকা প্রদর্শন করা হয়।
পতাকা প্রদর্শনের সময় চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানসহ গ্রামবাসী ও সুধীরা উপস্থিত ছিলেন।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরীকারী আমজাদ হোসেন ২০১৮ সালে আরও দুই কিলোমিটার বাড়িয়ে সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছিলেন। এবার তা আরও দুই কিলোমিটার বাড়িয়ে সাড়ে সাত কিলোমিটার করেছেন।
জানা যায়, আমজাদ হোসেন পেশায় একজন কৃষক। আমজাদ হোসেনের এই সাড়ে সাত কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরি করতে তিন লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।
এছাড়া জার্মানির বিটি নামে হোমিও ওষুধ খেয়ে তার অসুখ সারায় তিনি জার্মানির ভক্ত হয়ে যান।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ-২০২২: আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু
বিশ্বকাপ জ্বরে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত কুষ্টিয়া!
কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
১ বছর আগে