টাকা হাতিয়ে
সেনাবাহিনীতে চাকরির আশ্বাস দিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, আটক ১
চাপাইনবাবগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
শনিবার রাত ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আটক মুনিরুল ইসলাম (৫৭) লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত এরফান আলীর ছেলে।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,একজনকে ভুয়া নিয়োগপত্র দিয়ে ১২লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের দল গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার রাত ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ইসলামিয়া হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় একটি ভুয়া নিয়োগপত্র,একটি চেক,তিনটি ভুয়া সিল ও একটি স্ট্যাম্প প্যাডসহ মনিরুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে প্রতারণা চক্রের সঙ্গে সংঘবদ্ধভাবে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে সে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: বান্দরবানে আটকে থাকা লিফট থেকে কিশোরীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, এনজিও পরিচালক আটক
বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
২ বছর আগে