বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
হবিগঞ্জ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সমস্যা সমাধানে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এদিন বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসক ইশরাত জাহানের দুই ঘন্টা আলোচনার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সধারণ সম্পাদক মো. সজীব আলী জানান, সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিবহন মালিক শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান বিকাল থেকে জেলার অভ্যন্তরীণ ৯টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।
গত শুক্রবার থেকে অনিদিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়। উল্লেখ্য, বিগত ৪ সেপ্টেম্বর পরিবহন মালিক শ্রমিকদের যৌথ সভায় নবীগঞ্জ উপজেলার সালামতপুর বাস টার্মিনালে হবিগঞ্জ -এর বাসগুলোকে ব্যবহার করার সিদ্ধান্ত হয় কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে হবিগঞ্জ থেকে কোন বাস ঐ টার্মিনালে প্রবেশ করতে না দেয়া এবং অবৈধ থ্রি হুইলার বন্ধে কোন ব্যবস্থা না নেয়ায় এ ধর্মঘট ডাকা হয়। অপর দিকে সিলেটে বিএনপির সমাবেশের আগে কোন পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট বিভাগের অন্যান্য জেলার সঙ্গে এ ধর্মঘটের ডাক দেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।
আরও পড়ুন: বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বরগুনায় পরিবহন শ্রমিকের ধর্মঘট প্রত্যাহার
২ বছর আগে
হবিগঞ্জের পরিবহন ধর্মঘট চলছেই, বাড়ছে যাত্রীদের দুর্ভোগ
হবিগঞ্জ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট ৪র্থ দিনের মত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
ধর্মঘট চলাকালে জেলার অভ্যন্তরীণ ৯টি রুটসহ রাজধানী ঢাকার সঙ্গে সকল প্রকার বাস চলাচল বন্ধ আছে।
আরও পড়ুন: হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
সোমবারও পৌর বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। জেলার অভ্যন্তরীণ ৯টি রুটে প্রতিদিন প্রায় ৪০০ বাস চলাচল করে থাকে।
রুট গুলো হচ্ছে- হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ- শ্রীমঙ্গল, হবিগঞ্জ-চুনারুঘাট, হবিগঞ্জ-–মাধবপুর, হবিগঞ্জ-নবীগঞ্জ, হবিগঞ্জ- আউশকান্দি, হবিগঞ্জ-বাহুবল, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট ও হবিগঞ্জ ভায়া চুনরুঘাট-মাধবপুর, এছাড়া হবিগঞ্জ-ঢাকা পৃথক বাস সার্ভিস রয়েছে।
ধর্মঘট চলাকালে দূরপাল্লার যাত্রীরাসহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
২ বছর আগে