চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মো.রেজাউল করিম মোল্লা
কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ফুট লম্বা অজগর অবমুক্ত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় উদ্যানের গভীর অরণ্যে সোমবার দুপুর ২টার দিকে প্রায় ১২ ফুট সাত ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। যার ওজন ১৫ কেজি।
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মো.রেজাউল করিম মোল্লার উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা অজগরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন।
এসময়, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ,কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এর আগে গত রবিবার (২০ নভেম্বর) রাঙ্গামাটি জেলার টিটিসি প্রাঙ্গন থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়েছে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
চৌবাচ্চার মধ্যে বিরল প্রজাতির সজারু, বনে অবমুক্ত
বাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
১ বছর আগে